ঢাকা , রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫ , ২২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বাড়ি বাড়ি শুধু বিদ্যুৎ নয় কেন্দ্রও হবে

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ৩০-১২-২০২৪ ১২:০৯:৫৬ অপরাহ্ন
আপডেট সময় : ৩০-১২-২০২৪ ১২:১৮:৫০ অপরাহ্ন
বাড়ি বাড়ি শুধু বিদ্যুৎ নয় কেন্দ্রও হবে সংবাদচিত্র: সংগৃহীত
বিশ্বের অনেক কিছুকে বদলে দিয়েছে চীন। এবার বাড়ি বাড়ি বিদ্যুৎ নিয়ে চমক দেখাচ্ছে দেশটি। তারা এবার প্রতিটি বাড়িকেই করে তুলছে সোলার প্যানেল। প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে বড় শহর সবখানেই তারা এই ধারা বজায় রাখার চেষ্টা করছে। চীনের  গবেষকরা মনে করছেন, দেশের প্রতিটি বাড়ির বাইরের দেয়াল যদি সোলার প্যানেল দিয়ে তৈরি করা যায় তাহলে সেখান থেকে যে বিদ্যুৎ তৈরি হবে তা থেকে তাদের বিদ্যুতের চাহিদা মিটে যাবে।

ফলে আলাদা করে বিদ্যুতের কোনো প্রয়োজন হবে না। ইতোমধ্যে এ বিষয়ে কাজ শুরু করেছে চীন। বিশেষত গ্রামের দিকে তারা এ ব্যবস্থা বেশি করে কার্যকর করার চেষ্টা করছে। এ বাড়িগুলোকে দেখলে মনে হবে যেন কাচের তৈরি বাড়ি। তবে এই কাচ অনেক বেশি শক্ত হবে। এখান থেকে যে বিদ্যুৎ তৈরি হবে তা দিয়ে তারা নিজেদের কাজ চালিয়ে নিতে পারবে।

পাশাপাশি শহরে যেসব উঁচু তলার বাড়ি তৈরি হয়েছে সেখানেও এ ব্যবস্থা করলে ভালো ফল হবে। এ সোলার প্যানেলগুলো যেভাবে তৈরি করা হয়েছে তা অন্যদের থেকে অনেকটাই আলাদা। বর্ষার সময় যাতে কম আলোতেও বিদ্যুৎ তৈরি করা যায় সেদিকেও নজর রাখবে এ সোলার প্যানেলগুলো। এ সোলার প্যানেল তৈরি করতে খুব একটা বেশি খরচ হবে না। ফলে সাধারণ মানুষ অতি সহজেই সোলার প্যানেলগুলো কিনে নিজেদের কাজে ব্যবহার করতে পারবেন। ফলে এ বিকল্প বিদ্যুতের রাস্তা দিয়ে তারা অন্য যে কোনো দেশকে পেছনে ফেলে দিতে পারবেন বলেই মনে করছেন চীনা গবেষকরা।

তাদের মতে, বিশ্বের বাজারে এমন সোলার প্যানেল বহু দেশেই রয়েছে। তবে তাদের তৈরি করা সোলার প্যানেলগুলো যে কোনো পরিস্থিতিতে বিদ্যুৎ তৈরি করতে পারবে।  আর যদি সূর্যের আলো ভালো থাকে তাহলে তো কথাই নেই। বাড়তি বিদ্যুৎ সবাই নিজেদের ঘরেই সঞ্চয় করে রাখতে    পারবে। ফলে সবুজকে যেমন সহজভাবে বাঁচানো যাবে তেমনি সহজেই মিটবে বিদ্যুতের চাহিদা। -সাউথ চায়না মর্নিংপোস্ট

বাংলাস্কুপ/ডেস্ক/ এনআইএন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ