ঢাকা , শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫ , ২১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

​ভোলায় বিপুল পরিমাণ হাতবোমা-আগ্নেয়াস্ত্রসহ আটক ৬

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৯-১২-২০২৪ ০৩:১৩:৫০ অপরাহ্ন
আপডেট সময় : ২৯-১২-২০২৪ ০৩:১৩:৫০ অপরাহ্ন
​ভোলায় বিপুল পরিমাণ হাতবোমা-আগ্নেয়াস্ত্রসহ আটক ৬ ​সংবাদচিত্র : সংগৃহীত
ভোলায় আগ্নেয়াস্ত্র, হাতবোমা ও দেশীয় অস্ত্রসহ ৬ জনকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন। এসময় তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, ২৯ টি হাতবোমা, ১০টি দেশীয় অস্ত্র ও ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। 

রোববার (২৯ ডিসেম্বর) ভোরে সদর উপজেলার শিবপুর ইউনিয়নের রতনপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ।

আটকরা হলেন- মফিজুল হক মজু (৬২), মো.শাকিল (২৬), মো.মোবারক (৩৮), মো.ইব্রাহিম (২৩), মো. মামুন (৩২). মো.সিকান্দার (৬৪)। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তারা সবাই ওই গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

রিফাত আহমেদ বলেন, ভোলা সদর উপজেলার বিভিন্ন চর এলাকার জনগণের ওপর দুর্ধর্ষ সন্ত্রাসী মো.মফিজুল হক মজুর নেতৃত্বে একদল কুখ্যাত সন্ত্রাসী দীর্ঘদিন জমি দখল, চাঁদাবাজি, নদীতে অসহায় জেলেদের মাছ ও টাকা লুট এবং অস্ত্রের ভয় দেখিয়ে অপরাধমূলক কাজ করে আসছে। পরে গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযানে ছয়জন দুর্ধর্ষ সন্ত্রাসীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২৯টি হাতবোমা ১০টি দেশীয় ধারালো অস্ত্র ও ২০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি আরও বলেন, জব্দকৃত সব আলামতসহ আটক সন্ত্রাসীদের ভোলা সদর মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। 
 
বাংলা স্কুপ/ প্রতিনিধি/ এনআইএন/এসকে 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ