অবশেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫-এর টিকিট বিক্রির প্রক্রিয়া শুরু হয়েছে। অনলাইনের পাশাপাশি সরাসরি নির্ধারিত ব্যাংক শাখাগুলো থেকে টিকিট সংগ্রহ করা যাবে। ঢাকার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচগুলোর জন্য টিকিট বিক্রি শুরু হবে আজ।
এর আগে টুর্নামেন্ট শুরুর ২৪ ঘন্টা আগেও টিকিট নিয়ে বিস্তারিত না জানানোয় শুরু হয় বিতর্ক। টিকিট না পেয়ে আজ সকাল থেকেই মিরপুর স্টেডিয়ামের সামনে বিক্ষোভ শুরু করে ভক্তরা। এ সময় বিসিবিকে ভুয়া ভুয়া বলে স্লোগান দিতে থাকেন তারা। তাই তড়িঘড়ি করে শেষ মুহূর্তে বিপিএলের ১১তম আসরের টিকিট বিক্রির প্রক্রিয়া জানিয়েছে বিসিবি। আগামীকাল উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে ফরচুন বরিশাল এবং দুর্বার রাজশাহী।
অনলাইনে টিকিট কিনতে হবে দর্শকদের ভিজিট করতে হবে www.gobcbticket.com.bd এই লিংকে। সরাসরি টিকিট সংগ্রহ করা যাবে বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। এছাড়া আগামীকাল, ৩০ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। সরাসরি টিকিট বিক্রি করা হবে যেখানে: মধুমতি ব্যাংকের নির্দিষ্ট শাখাগুলো থেকে শারীরিক টিকিট সংগ্রহ করা যাবে।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন