ঢাকা , মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪ , ১৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

জাতীয় স্বার্থে ঐকমত্য অপরিহার্য: পররাষ্ট্র উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৯-১২-২০২৪ ১১:১২:১৬ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৯-১২-২০২৪ ১১:১২:১৬ পূর্বাহ্ন
জাতীয় স্বার্থে ঐকমত্য অপরিহার্য: পররাষ্ট্র উপদেষ্টা সংবাদচিত্র: সংগৃহীত
পররাষ্ট্র বিষয়ে জাতীয় স্বার্থ রক্ষায় ব্যাপক রাজনৈতিক ঐকমত্যের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে ভবিষ্যৎ রাজনৈতিক নেতৃত্বকে দলীয় রাজনীতির পরিবর্তে ঐক্যকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় কৃষিবিদ ইনস্টিটিউটে ‘ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ’ আয়োজিত জাতীয় সংলাপে বক্তৃতাকালে তিনি বলেন, ‘আমি আশা করি আগামীতে যারা নির্বাচিত হয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আসবেন তারা বিশেষ করে জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ঐক্যমতের ভিত্তিতে দেশ পরিচালনা করবেন।’

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘পৃথিবীর বেশিরভাগ দেশে জাতীয় স্বার্থে ঐক্যের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হয়। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা বিগত ৫৩ বছরে এটি কখনো দেখিনি। সব সময় সরকার যেটা মনে করেছে সেটা করেছে। কখনো কখনো এমনও হয়েছে সরকার বৈদেশিক সম্পর্ক উন্নয়নে সত্যিই ভালো কিছু করার উদ্যোগ নিয়েছে কিন্তু  বিরোধী দল সেটা সমর্থন করেনি। এটা এমন ছিল যে, বিরোধী দল সরকারের কোন কিছু মানবেনা আর সরকার বিরোধী দলের কোনও কিছু মানবেনা। এই অবস্থা থেকে আমাদের বেড়িয়ে আসতে হবে। আমাদের ঐকমত্য লাগবে। দেশের স্বার্থ যেখানে জড়িত সেখানে আলোচনা হবে দুই পক্ষের মাঝে। এক তরফা কোনও কিছু করা যাবে না।’

তিনি ভবিষ্যতে এই ধরনের বিভেদমূলক পন্থা পরিহার করার গুরুত্বের ওপর জোর দেন। ভারত, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বড় শক্তির সঙ্গে বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের একটি ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি বজায় রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি বলেন, ‘এই সব দেশের সঙ্গে বাংলাদেশের স্বার্থ রয়েছে। আমরা আমাদের পররাষ্ট্র নীতি নেভিগেট করার সময় এটি মনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

সংলাপের প্রতিপাদ্য, ‘ঐক্য, সংস্কার এবং নির্বাচন’এর প্রতিফলন ঘটিয়ে তৌহিদ জাতীয় ঐক্যের তাৎপর্যের ওপর জোর দেন। তিনি মুক্তিযুদ্ধের সময় সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ১৯৭১ সালে দেশ কীভাবে স্বাধীনতা অর্জনের কথা স্মরণ করেন। রাজনৈতিক দলগুলোর ভূমিকা তুলে ধরে তিনি বলেন, গণতান্ত্রিক মূল্যবোধ থেকে বিচ্যুত হলে তাদের জবাবদিহি করা জনগণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ