ঢাকা , শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫ , ১৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ৬২

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৯-১২-২০২৪ ১০:২৬:১৮ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৯-১২-২০২৪ ১১:১৬:০৯ পূর্বাহ্ন
দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ৬২ সংবাদচিত্র: সংগৃহীত
দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ৬২ জন নিহত হয়েছে। দেশটির ইয়োনহাপ সংবাদ সংস্থা জানিয়েছে, রবিবার (২৯ ডিসেম্বর) ভোরে বিমানটি রানওয়ে থেকে ছিটকে গিয়ে একটি দেয়ালের সঙ্গে ধাক্কা খেলেএতে আগুন ধরে যায়। দুর্ঘটনার সময় বিমানটিতে ১৮১ জন আরোহী ছিল। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

দেশটির ফায়ার সার্ভিস জানিয়েছে, জেজু এয়ারের বিমানটি থাইল্যান্ডের ব্যাংকক থেকে ফিরছিল। এতে ১৭৫ জন যাত্রী এবং ৬ জন ছিলেন। দক্ষিণ কোরিয়ার দক্ষিণাঞ্চলের বিমানবন্দরে অবতরণের সময় এই দুর্ঘটনা ঘটে।

সংবাদ সংস্থা রয়টার্সকে একজন ফায়ার সার্ভিস কর্মকর্তা জানিয়েছেন, এখন পর্যন্ত দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে। একজন বিমানবন্দর কর্মকর্তা জানান, বিমানের লেজের অংশে আটকে থাকা যাত্রীদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। ইয়োনহাপের প্রতিবেদন অনুযায়ী, বিমানের যাত্রীদের মধ্যে ১৭৩ জন দক্ষিণ কোরিয়ার নাগরিক এবং দুজন থাইল্যান্ডের নাগরিক ছিলেন। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। তবে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বিমানের সিস্টেমে পাখি আটকে গিয়ে এই দুর্ঘটনা ঘটতে পারে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বিমানটি রানওয়ে থেকে ছিটকে গিয়ে দেয়ালে আছড়ে পড়ছে। অন্য একটি ভিডিওতে দুর্ঘটনাস্থল থেকে ঘন কালো ধোঁয়া আকাশে উঠতে দেখা গেছে। দক্ষিণ কোরিয়ার ফায়ার এজেন্সি জানিয়েছে, দুর্ঘটনাস্থলে ৮০ জন দমকলকর্মী এবং ৩০টির বেশি দমকল গাড়ি মোতায়েন করা হয়েছে।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ