নিম্নচাপের কারণে বৃষ্টি হচ্ছে: আবহাওয়া অধিদপ্তর
আপলোড সময় :
১৬-০৯-২০২৪ ০১:১৯:১৩ অপরাহ্ন
আপডেট সময় :
১৬-০৯-২০২৪ ০১:১৯:১৩ অপরাহ্ন
ছবি : ফোকাস বাংলা নিউজ
বাংলা স্কুপ, ১৬ সেপ্টেম্বর ২০২৪:
মৌসুমি বায়ু সক্রিয় থাকার পাশাপাশি বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের কারণে দেশের বিভিন্ন জায়গায় মাঝারি থেকে ভারি বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সোমবার (১৬ সেপ্টেম্বর) আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, মঙ্গলবার থেকে সারাদেশে বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে। সেই সাথে তাপমাত্রাও বাড়তে পারে এক থেকে তিন ডিগ্রি পর্যন্ত।
তিনি জানান, আগামী ২২ সেপ্টেম্বরের পর সারাদেশে আবারও ভারি বৃষ্টি শুরু হতে পারে। সোমবার ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা কম। তবে খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগে সারাদিনই থেমে থেমে বৃষ্টি হতে পারে।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে মানিকগঞ্জে ১৮৯ মিলি. মিটার। ঢাকায় বৃষ্টি হয়েছে ১৩৮ মিলি. মিটার।
এর আগে আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে রোববার সকাল থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, মঙ্গলবার বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রাও কিছুটা বাড়তে পারে মঙ্গলবার।
ডেস্ক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স