মান্দায় আল মারজান ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৮-১২-২০২৪ ০৫:৪৩:৪৯ অপরাহ্ন
আপডেট সময় :
২৮-১২-২০২৪ ০৫:৪৩:৪৯ অপরাহ্ন
সংবাদচিত্র : সংগৃহীত
নওগাঁর মান্দায় আল মারজান ফাউন্ডেশনের উদ্যোগে হত দরিদ্র ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (২৮ডিসেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলার পাজরভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন আল মারজান ফাউন্ডেশন এর চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন।
এসময় আল মারজান ফাউন্ডেশনের পরিচালক আনোয়ার হোসেন মাস্টারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের মান্দা উপজেলা শাখা সভাপতি আব্দুল মালেক। এসময় বিষ্ণপুর ইউনিয়ন সভাপতি আতাউল হক মাস্টার ও ইউনিয়ন যুব সভাপতি মহসিন আলীসহ বাংলাদেশ জামায়াতে ইসলামী’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলা স্কুপ/ প্রতিনিধি/ এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স