ঢাকা , রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪ , ১৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

​সচিবালয়ে আগুনের ঘটনায় সরকারের কাছে ব্যাখ্যা চান ফারুক

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৮-১২-২০২৪ ০৫:১১:৫২ অপরাহ্ন
আপডেট সময় : ২৮-১২-২০২৪ ০৫:১১:৫২ অপরাহ্ন
​সচিবালয়ে আগুনের ঘটনায় সরকারের কাছে ব্যাখ্যা চান ফারুক ​সংবাদচিত্র : সংগৃহীত
তিন দিন পার হলেও এখনও কেন সচিবালয়ে আগুনের ঘটনার কারণ জানা যায়নি, সরকারের কাছে এর ব্যাখ্যা চেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। অবিলম্বে আগুনের ঘটনায় অভিযুক্তদের নাম প্রকাশেরও দাবি জানান তিনি।

শনিবার (২৮ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে তৃণমূল নাগরিক আন্দোলন আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ সরকারের দোসরদের গ্রেফতারের দাবিতে এই সমাবেশ করা হয়।

ফারুক আশঙ্কা করে বলেন, ‘সচিবালয় থেকে স্বৈরাচারের দোসরদের না সরালে শুধু আগুন নয়, আরও খেলা খেলতে পারে ষড়যন্ত্রকারীরা। তারা সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে।’

বিএনপির এই নেতা বলেন, ‘রাষ্ট্রের কিছু লোক শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় আনার ষড়যন্ত্র করছে। কিন্তু আন্দোলনে শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা যাবে না। জাতিকে ঐক্যবদ্ধ রাখতে চাইলে সরকারকে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে।’

শেখ হাসিনা কখনও মানুষের কথায় কর্ণপাত করেন নাই। তার পরিকল্পনা ছিল বিএনপিকে ধ্বংস করা। অথচ তিনি আজ পালিয়েছেন। এখন আগের সরকারকে ক্ষমতায় আনার জন্য এসব ঘটনা ঘটানো হচ্ছে কিনা তা মানুষের মনে প্রশ্ন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা।

বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের চেষ্টায় সাড়ে ছয় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ভবনের ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম তলা পুড়ে গেছে।
 
বাংলা স্কুপ/ প্রতিবেদক/ এনআইএন/এসকে 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ