সিংড়ায় সেচমোটরে অবৈধ বিদ্যুৎ সংযোগের হিড়িক
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
২৮-১২-২০২৪ ১২:২৩:৫৭ অপরাহ্ন
আপডেট সময় :
২৮-১২-২০২৪ ১২:২৩:৫৭ অপরাহ্ন
সংবাদচিত্র: সংগৃহীত
আবাসিক ও বাণিজ্যিক মিটার থেকে সেচ সংযোগ নেওয়া অবৈধ। কিন্তু সম্প্রতি আবাসিক ও বাণিজ্যিক মিটার থেকে সেচ সংযোগ নেওয়া যাবে মর্মে মাইকিং করা হয়। নাটোরের সিংড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর পক্ষ থেকে। তবে এ কলেজ শিক্ষক বলেছেন তিনি এ মাইকিংয়ের বিষয় শোনেনি।
মাইকিংয়ে বলা হয়, উপজেলার কৃষকদের ইরি-বোরো আবাদের কথা ভেবে সিংড়ার মাটি ও মানুষের নেতা উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নাটোর পল্লীবিদ্যুৎ সমিতি-১-এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছেন।
বিএনপি নেতার ওই মাইকিং এর পরে ডাহিয়া ইউনিয়নের ডাহিয়া, আয়েশ, বিয়াশ, বেড়াবাড়ি, কাউয়াটিকরি, সরিষাবাড়ি, গাঁড়াবাড়ি, বড়গ্রাম, আদিমপুর, ইটালি ইউনিয়নের সাঁতপুকুরিয়া, হিজলি গ্রামে আবাসিক ও বাণিজ্যিক মিটার থেকে প্রায় সহস্রাধিক সংযোগ নিয়ে জমিতে সেচ দেওয়া শুরু করেছেন স্থানীয়রা।
সম্প্রতি সিংড়ায় আবাসিক ও বাণিজ্যিক মিটারে সেচ সংযোগ ব্যবহার করতে এমন একটি মাইকিং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এ আলোচনা-সমালোচনা শুরু হয়। উপজেলার ডাহিয়া ও ইটালি ইউনিয়নে এ মাইকিং করা হয়।
এদিকে বিষয়টি নাটোর পল্লীবিদ্যুৎ সমিতি-১-এর নজরে আসার পর তাদের পক্ষ থেকে মাইকিং, প্রচারপত্র বিলি এবং পত্রিকা বিজ্ঞপ্তির মাধ্যমে আবাসিক, বাণিজ্যিক, সেচ ও শিল্প সংযোগ হতে ঝুঁকিপূর্ণভাবে পার্শ্বসংযোগের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহার বেআইনি মর্মে প্রচারে বলা হয় পল্লীবিদ্যুতের নিয়ম অনুযায়ী আবাসিক ও বাণিজ্যিক মিটার থেকে সেচ সংযোগ নেওয়া অবৈধ।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জেনারেল ম্যানেজার মো. ফকরুল আলম এ বিষয়ে জানান, এমন বিষয় তাদের নজরে আসার পর সমিতির পক্ষ থেকে সম্মানিত সব গ্রাহকের অবগতির জন্য মাইকিং, প্রচারপত্র বিলি এবং পত্রিকা বিজ্ঞপ্তির মাধ্যমে আবাসিক, বাণিজ্যিক, সেচ ও শিল্প সংযোগ হতে ঝুঁকিপূর্ণভাবে পার্শ্বসংযোগের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহার বেআইনি মর্মে প্রচার করছেন তারা।
সেচ কমিটির নির্ধারিত স্থানে নলকূপের বোরিং করে বিদ্যুৎ সংযোগ গ্রহণ করা। বোরিং স্থানান্তর ও একই বিদ্যুৎ সংযোগ হতে একাধিক বোরিং-এর মাধ্যমে সেচ পাম্প চালানো হতে বিরত থাকা। নির্ধারিত স্থান হতে বোরিং স্থানান্তর করে দূরবর্তী স্থানে বৈদ্যুতিক তার টেনে বিদ্যুৎ ব্যবহার অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও আইনত দণ্ডনীয় অপরাধ, বিষয়টি গ্রাহককে অবগত করা হচ্ছে। উপজেলার ডাহিয়া গ্রামের রাজিব হোসেন নামে এক ব্যক্তি বলেন, তার গ্রাম এলাকায় আবাসিক ও বাণিজ্যিক মিটার থেকে সেচ সংযোগ নেওয়া যাবে মর্মে মাইকিং হচ্ছে জেনে তিনি সিংড়া পল্লীবিদ্যুৎ সমিতির ডিজিএমকে ফোন করেছিলেন বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য। পরে জানলেন বিষয়টি সঠিক নয়, এতে থেমে থাকেনি অবৈধ সংযোগ নেওয়া।
ডাহিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন বলেন, সিংড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আনোয়ারুল ইসলাম আনুর অনুসারীরা রাজনৈতিক ক্যারিয়ারে পাল্লা ভারি করতে এমন মাইকিং করেছেন। বিষয়টি নিয়ে রীতিমতো বিভ্রাান্তি এবং হয়রানি হচ্ছে সাধারণ কৃষক।
সিংড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু জানান, সিংড়ায় আওয়ামী লীগের সময়ে এসব এলাকার কৃষকরা আবাসিক ও বাণিজ্যিক সংযোগ থেকে তারা সেচ মোটর চালিয়ে আসছে, কৃষকরা যেহেতু বিদ্যুৎ পাচ্ছেন না, তাই সেচের জন্য বিদ্যুৎ না পেলেও কৃষক যেন আবাসিক এবং বাণিজ্যিক থেকে সেচ কাজে বিদ্যুৎ ব্যবহার করতে পারে তাই তিনি এমন অনুরোধ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পল্লীবিদ্যুৎ কর্মকর্তাদের কাছে। কোনো ধরনের প্রচার বা মাইকিং বিষয় তিনি শুনেননি
বিএডিসি সেচ কমিটির সভাপতি ও সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম এ ব্যাপারে বলেন, আবাসিক সংযোগ হতে সেচ কাজে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের বিষয়ে তার সঙ্গে কোনো আলাপ হয়নি। কে বা কার দ্বারা আবাসিক সংযোগ হতে সেচ কাজে বিদ্যুৎ ব্যবহারের বিষয়ে মাইকিং করা হয়েছে তাকে খোঁজা হচ্ছে। কোনো প্রকার অনিয়ম মানা হবে না।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআই্এন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স