ঢাকা , বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ , ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

​মাদারীপুরে সংঘর্ষে পিতা পুত্রসহ নিহত ৩

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৭-১২-২০২৪ ০১:২৮:৩৪ অপরাহ্ন
আপডেট সময় : ২৭-১২-২০২৪ ০৫:৫০:০৬ অপরাহ্ন
​মাদারীপুরে সংঘর্ষে পিতা পুত্রসহ নিহত ৩ সংবাদচিত্র: সংগৃহীত
মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপি সদস্য আক্তার শিকদার ও তার ছেলেকে কু‌পি‌য়ে খুন করার অভিযোগ উঠেছে স্হানীয় ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন লোকজনের বিরুদ্ধে। এছাড়াও একই ঘটনায়  আক্তার মেম্বারের অনুসারী  সিরাজ চৌকিদার নিহত হন। নিহত সিরাজ চৌকিদার একই এলাকার  রশিদ চৌকিদারের ছেলে।

এসময় উভয়পক্ষের ২০-৩০ আহত হয়েছেন।অর্ধশতাধিক কক‌টেল বি‌স্ফোরণ হয়েছে। পরে সেনাবাহিনী পুলিশ র‍্যাব ঘটনা স্হানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। তবে এলাকায় এখনো থমথমে বিরাজ করছে। শুক্রবার (২৭ ডিসেম্বর)  সকালে উপজেলার বাঁশগাড়ি ইউনিয়ন এ ঘটনা ঘটেছে। 

স্থানীয় ও প্রশাসনের সূত্র জানা যায়, দীর্ঘ বছর ধরে একই ইউনিয়নের ইউপি সদস্য ও ইউপি চেয়ারম্যানের সাথে আধিপত্য নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। তারই জের ধরে শুক্রবার সকালে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে ঘটনা স্হানে একাধিক  কক‌টেল বি‌স্ফোরণ হয়।এতে  ইউপি সদস্য আক্তার শিকদার ও ছেলে মারুফ শিকদার  ঘটনাস্থলে মারা গেছে। উভয়পক্ষের ২০-৩০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে মাদারীপুর ও শরীয়তপুরের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, নিহত আক্তার মেম্বার এবং ইউপি চেয়ারম্যান সুমনের সাথে দীর্ঘদিন যাবৎ আধিপত্য বিস্তার নিয়ে ও রাজনৈতিক বিরোধ চলে আসছিল এই বিরোধের ধরে সকালে উভয়পক্ষের সংঘর্ষে জড়িয়ে পড়লে আক্তার মেম্বার তার ছেলেসহ তিনজন নিহত হয়।

বাংলাস্কুপ/ প্রতিনিধি/এনআইএন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ