ঢাকা , শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ , ১৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

রূপপুর পারমাণবিক প্রকল্পে দুর্নীতির অভিযোগ, জয় ও রাশিয়ার পাল্টা জবাব

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৬-১২-২০২৪ ০৯:১১:৩৯ অপরাহ্ন
আপডেট সময় : ২৬-১২-২০২৪ ০৯:১১:৩৯ অপরাহ্ন
রূপপুর পারমাণবিক প্রকল্পে দুর্নীতির অভিযোগ, জয় ও রাশিয়ার পাল্টা জবাব সংবাদচিত্র: সংগৃহীত
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং তার উপদেষ্টা ২০১৫ সালে রূপপুর পারমাণবিক শক্তি চুক্তি সংক্রান্ত দুর্নীতির অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা এবং কাল্পনিক বলে দাবি করেছেন। তিনি বুধবার (২৫ ডিসেম্বর) রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) জানায়, তারা রূপপুর পারমাণবিক শক্তি প্রকল্পে দুর্নীতি, অর্থ আত্মসাৎ এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে তদন্ত শুরু করেছে। এই প্রকল্পটি রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রোসাটমের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। ২০১৫ সালে দুটি পাওয়ার প্ল্যান্টের চুক্তি স্বাক্ষরিত হয়, প্রতিটির ক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট।

দুদক অভিযোগ করেছে যে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ এবং তার ভাগনি ও ব্রিটিশ ট্রেজারি মন্ত্রী তুলিপ সিদ্দিকের মাধ্যমে অফশোর অ্যাকাউন্টে প্রায় ৫ বিলিয়ন ডলারের আর্থিক অনিয়ম ঘটেছে। বিশ্বের সবচেয়ে বড় ইউরেনিয়াম সরবরাহকারী রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রোসাটম এসব অভিযোগ অস্বীকার করেছে। তারা দাবি করেছে, তাদের সব প্রকল্পে দুর্নীতি প্রতিরোধে তারা প্রতিশ্রুতিবদ্ধ এবং একটি পরিষ্কার ক্রয় ব্যবস্থা অনুসরণ করে।

রোসাটম স্টেট করপোরেশন তাদের ইমেইল বিবৃতিতে রয়টার্সকে বলে, তারা আদালতের মাধ্যমে তাদের স্বার্থ ও মর্যাদা রক্ষায় প্রস্তুত। তারা আরো জানায়, মিডিয়াতে এসব মিথ্যা অভিযোগ রূপপুর পারমাণবিক প্রকল্পকে কলঙ্কিত করার উদ্দেশ্যে ছড়ানো হচ্ছে। রোসাটম বলেছে, তারা বাংলাদেশের শক্তি সরবরাহের সমস্যা সমাধানের জন্য কাজ করছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কির স্টারমারের মুখপাত্র বলেছেন, তুলিপ সিদ্দিকের বিরুদ্ধে উঠানো অভিযোগ ভিত্তিহীন। তিনি তার ওপর পূর্ণ আস্থা রাখেন এবং তুলিপ সিদ্দিক তার মন্ত্রিত্বে অব্যাহত থাকবেন।

সজীব ওয়াজেদ জয় তার পরিবারের পক্ষ নিয়ে বলেন, তারা বাংলাদেশে একটি রাজনৈতিক শিকার হচ্ছেন। তিনি বলেন, এগুলো সম্পূর্ণ মিথ্যা এবং কাল্পনিক প্রচারণা। আমি বা আমার পরিবার কখনো কোনো সরকারি প্রকল্প থেকে টাকা নেয়নি বা এতে জড়িত ছিলাম না। তিনি রয়টার্সকে আরো বলেন, ১২ বিলিয়ন ডলারের প্রকল্প থেকে ৫ বিলিয়ন ডলার চুরি করা কখনোই সম্ভব না। আমাদের কোনো অফশোর অ্যাকাউন্টও নেই। আমি ৩০ বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছি, আর আমার আন্টি এবং চাচাতো ভাইবোনরা প্রায় একই সময় ধরে যুক্তরাজ্যে আছেন। আমাদের কেউই কখনো এ ধরনের টাকা দেখেনি।

রয়টার্স শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করতে পারেনি। আগস্ট মাসের শুরুতে তিনি প্রাণঘাতী আন্দোলনের মুখে দিল্লিতে স্থানান্তরিত হন নিরাপত্তার কারণে। রপর থেকে জনসমক্ষে তাকে দেখা যায়নি। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশটি পরিচালনা করছে। অন্তর্বর্তী সরকার জানায়, তারা ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য চিঠি পাঠিয়েছে। দিল্লি পেয়েছে বলেও নিশ্চিত করেছে, তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

বাংলা স্কুপ/ডেস্ক/এনআইএন

সূত্র : রয়টার্স 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ