ঢাকা , শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ , ১৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ঐক্য-সংস্কার-নির্বাচনী অধিবেশনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৬-১২-২০২৪ ০৭:৪২:০৪ অপরাহ্ন
আপডেট সময় : ২৬-১২-২০২৪ ০৭:৪৩:২১ অপরাহ্ন
ঐক্য-সংস্কার-নির্বাচনী অধিবেশনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা সংবাদচিত্র: সংগৃহীত
আগামীকাল শুক্রবার (২৭ ডিসেম্বর) ‘ঐক্য-সংস্কার-নির্বাচন’ নিয়ে দিনব্যাপী অধিবেশন উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এদিন সকাল সাড়ে ৯টায় রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ মিলনায়তনে এই অধিবেশন আয়োজন করছে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ নামে একটি সংগঠন। এর সঙ্গে দেশের একাধিক নাগরিক, লেখক, সাংবাদিক যুক্ত রয়েছেন।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, এই অধিবেশনের সমন্বয়ক ড. মো. মাহমুদুল হাসান। উদ্বোধনী অধিবেশনের পর প্রথম অধিবেশন শুরু হবে বেলা ১১টায়। ‘ঐক্য কোন পথে’ শীর্ষক সভার প্রধান আলোচক বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।দুপুর আড়াইটায় ‘সংস্কারের দায় ও নির্বাচনি পথরেখা’ শীর্ষক অধিবেশনে যোগ দেবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান ও নজরুল ইসলাম খান। বিকাল সাড়ে ৪টায় ‘ভূরাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশের স্বার্থ ও নিরাপত্তা’ শীর্ষক অধিবেশনে বক্তব্য রাখবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

এদিকে, শুক্রবার বিকালে ‘জাসাসের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেলা ৩টায় হাইকোর্ট অডিটোরিয়ামে আলোচনা সভায় অংশ নেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সকালে এ উপলক্ষে জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন জাসাস নেতাকর্মীরা। এতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদও অংশ নেবেন। বিকালে রয়েছে লিয়াজোঁ কমিটির বৈঠক। এলডিপির সঙ্গে কথা বলবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে নজরুল ইসলাম খান যোগ দেবেন বৈঠকে। বিকাল সাড়ে ৫টায় গুলশানের চেয়ারপারনের কার্যালয়ে বৈঠকটি হবে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ