ঢাকা , শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪ , ১৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ভূমিকম্পে ৫৭ ফুট উঁচু ঢেউয়ে নিহত ২ লাখ পরিবারে আজও আর্তনাদ

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৬-১২-২০২৪ ০৭:০৬:৪৩ অপরাহ্ন
আপডেট সময় : ২৬-১২-২০২৪ ০৭:০৬:৪৩ অপরাহ্ন
ভূমিকম্পে ৫৭ ফুট উঁচু ঢেউয়ে নিহত ২ লাখ পরিবারে আজও আর্তনাদ
২০ বছর আগে ভারত মহাসাগরে সৃষ্ট ভয়াবহ সুনামির আঘাতে নিহত ব্যক্তিদের শ্রদ্ধা জানিয়েছেন স্বজনরা। ওই দুর্যোগে দক্ষিণপূর্ব এবং দক্ষিণ এশিয়ায় প্রায় ২ লাখ ৩০ হাজার মানুষ প্রাণ হারায়। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) কবরস্থানে গিয়ে মোম বাতি জ্বালিয়ে তাদের স্মরণ করা হয়। খবর রয়টার্স

২০০৪ সালের ২৬ ডিসেম্বর ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের উপকূলে ৯.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে ১৭.৪ মিটার (৫৭ ফুট) উঁচু ঢেউয়ের সৃষ্টি হয়। যা ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, শ্রীলঙ্কা ও ভারত অন্তত ৯ দেশে আঘাত হানে। নিহতদের প্রায় অর্ধেকের বেশি ইন্দোনেশিয়ান। এ দুর্যোগে বেঁচে থাকা শতাধিক ব্যক্তি ও পরিবার ভয়াবহ দিনটিকে ঘিরে উলি লিহিউ গ্রামে অবস্থিত গণকবরটি পরিদর্শনে যান। সেখানে গিয়ে তারা নিহত স্বজনদের কবরে ফুল দিয়ে স্মরণ করেন। অনেকে কান্নায় ভেঙে পড়েন। স্বজনহারা অনেকে তাদের পরিবারের সদস্যদের আর খুঁজে পাননি। তারা জানান, অনেককে পরিচয় বিহীন কবর দেয়া হয়েছে। হয়তো তাদের কেউ এই কবরস্থানে রয়েছেন।

৫২ বছর বয়সী নুরখালিস, যিনি সুনামির আঘাতে স্ত্রী, সন্তান এবং পিতা-মাতাকে হারান। পরবর্তীতে তাদের আর কোনো হদিস পাওয়া যায়নি। তিনি বলেন, বহু বছর আগে তারা মারা গেলেও তাদের প্রতি আগেই মতোই ভালোবাসা রয়েছে। ভয়াবহ এই দিনটিকে ঘিরে ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ডেও শোক পালন করা হয়।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ