কুমিল্লার চৌদ্দগ্রামের মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুকে গলায় জুতার মালা পরিয়ে হেনস্তা এবং এলাকা ছাড়া করার ঘটনায় মানহানির মামলা দায়ের করা হয়েছে। ১০ জনের নাম উল্লেখসহ ২২ জনকে আসামি করে ১০০ কোটি টাকার মানহানির মামলা করেছেন তিনি।
বুধবার (২৫ ডিসেম্বর) রাতে আবদুল হাই কানুর পাঠানো লিখিত অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ। এর আগে ভাইরাল হওয়া ভিডিও ফুটেজ দেখে পাঁচজনকে আটক করে পুলিশ। তাদের মধ্যে একজনকে আসামি করা হয়েছে। আর দুজনের নাম সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, গত ২২ ডিসেম্বর নিজ গ্রাম বাতিসার লুদিয়ারায় গেলে আবুল হাশেমের নেতৃত্বে অন্য অভিযুক্তরা মুক্তিযোদ্ধা আবদুল হাইকে জোরপূর্বক ধরে নিয়ে কুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিয়ে যান। সেখানে ২৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তাকে মারধর করে গলায় জুতার মালা পরিয়ে এলাকাছাড়া করেন। এ সময় ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন অভিযুক্তরা। এতে সামাজিকভাবে তার মানহানি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন