ঢাকা , শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ , ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সচিবালয়ের ৮ তলায় মিলল কুকুরের দগ্ধ দেহ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৬-১২-২০২৪ ০৩:৩২:১৯ অপরাহ্ন
আপডেট সময় : ২৬-১২-২০২৪ ০৪:০৪:১২ অপরাহ্ন
সচিবালয়ের ৮ তলায় মিলল কুকুরের দগ্ধ দেহ সংবাদচিত্র: সংগৃহীত
১০ ঘণ্টার চেষ্টা পর পুরোপুরিভাবে আগুন নিয়ন্ত্রণে এসেছে বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুন। ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের ৭ ঘণ্টার চেষ্টায় বৃহস্পতিবার (২৬ডিসেম্বর) সকাল ৮টা ৫মিনিটে মোটামুটি নিয়ন্ত্রণে আসে আগুন। পুরোপুরি নিভে যায় দুপুর পৌনে ১২টার দিকে। এদিকে, আগুন নেভার পর ভবনের ৮ তলায় একটি কুকুরের পুড়ে যাওয়া দেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, বুধবার রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সচিবালয়ে অবস্থিত ফায়ার সার্ভিসের ইউনিটটি আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে রাত ১টা ৫৪ মিনিট থেকে। এর কয়েক মিনিটের মাথায় আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে ২০ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এদিকে, সকালে সচিবালয় পরিদর্শনে এসে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘কেন ও কীভাবে আগুন লেগেছে তার তদন্ত হচ্ছে। নাশকতা কি না, তা তদন্তের পর জানা যাবে।’ অগ্নিকাণ্ডের ঘটনরা পর সচিবালয় এবং এর আশপাশে নিরাপত্তা বাড়ানো হয়েছে। আগে থেকে থাকা সেনা ও পুলিশের সাথে মোতায়েন করা হয়েছে বিজিবি সদস্য। সচিবালয়ে একটি খোলা রেখে অন্যগুলো গেট বন্ধ রাখা হয়েছে।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ