ঢাকা , বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ , ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বিজেপি-আপের সংঘাত চরমে

অবৈধ বাংলাদেশি ইস্যুতে উত্তপ্ত দিল্লি

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৫-১২-২০২৪ ০৮:৫৩:০৯ অপরাহ্ন
আপডেট সময় : ২৫-১২-২০২৪ ০৯:০২:৪৩ অপরাহ্ন
অবৈধ বাংলাদেশি ইস্যুতে উত্তপ্ত দিল্লি সংবাদচিত্র: সংগৃহীত
ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিধানসভা নির্বাচনের আগে অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গা শরণার্থী ইস্যু নিয়ে বিজেপি ও সেখানকার ক্ষমতাসীন আম আদমি পার্টির (এএপি) মাঝে চলমান সংঘাত এই মুহূর্তে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। দিল্লির সরকারের শিক্ষা বিভাগ সোমবার এক বিজ্ঞপ্তি জারি করে সব স্কুলকে ভর্তি প্রক্রিয়া চলাকালীন শিশুদের পরিচয় সংক্রান্ত নথি যাচাই-বাছাই করতে বলেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনও অবৈধ অভিবাসী শিক্ষার্থী যাতে স্কুলে ভর্তি হতে না পারে সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে। অবৈধ বাংলাদেশি পরিবারের কোনও শিশুকে যেন স্কুলে ভর্তি করা না হয় এবং কোনও শিক্ষার্থীর নাগরিকত্ব নিয়ে সন্দেহ দেখা দিলে সে বিষয়ে পুলিশ ও প্রশাসনকে জানাতে হবে বলেও নির্দিষ্টভাবে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। স্কুল শিক্ষা বিভাগের ডেপুটি ডিরেক্টর সুভাষ কুমারের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, অবৈধ বাংলাদেশি অভিবাসীদের ভর্তি আটকাতে স্কুলগুলোকে কড়া ভর্তি সংক্রান্ত প্রক্রিয়া মেনে চলতে হবে এবং শিক্ষার্থীদের সংশ্লিষ্ট নথি যাচাই-বাছাই করতে হবে। তবে শিক্ষার্থী অথবা তাদের অভিভাবকরা দেশটিতে বৈধভাবে বসবাস করছেন; তা প্রমাণ করতে জন্য কী কী নথি জমা দিতে হবে, সে বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি। শিক্ষার্থীদের নাগরিকত্ব নিয়ে সংশয় রয়েছে এমন ঘটনার বিষয়ে প্রতিটা জেলার ডেপুটি ডিরেক্টরকে (শিক্ষা) সাপ্তাহিক রিপোর্ট জমা দেওয়ার কথাও বলেছে দিল্লির আপ সরকারের শিক্ষা দপ্তর।

• যা বলছে আম আদমি পার্টি
শিক্ষা বিভাগ সোমবার এই বিজ্ঞপ্তি জারি করার পর দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নির্দেশের প্রতিলিপি পোস্ট করে লিখেছেন, ‘‘একদিকে বিজেপি নেতারা রোহিঙ্গাদের বাংলাদেশ সীমান্ত পার করিয়ে দিল্লিতে নিয়ে আসছেন এবং তাদের ইডাব্লিউএস ফ্ল্যাট দিচ্ছেন। তাদের সেই সমস্ত সুবিধা পাইয়ে দিচ্ছে যা আসলে দিল্লির মানুষের পাওয়া উচিৎ। ‘‘আর অন্যদিকে, রোহিঙ্গারা যাতে দিল্লিবাসীর জন্য থাকা অধিকার না পায়, তা নিশ্চিতে আম আদমি পার্টির সরকার সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নিচ্ছে।’’ ইডাব্লিউএস ফ্ল্যাট হলো আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণির মানুষের জন্য ফ্ল্যাটের ব্যবস্থা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই পোস্টের পাশাপাশি, অতিশী ২০২২ সালে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরীর একটি পোস্টও উল্লেখ করেছেন। 

• ভারতে কত রোহিঙ্গা ও অবৈধ বাংলাদেশি রয়েছে?
দিল্লিতে কতজন রোহিঙ্গা শরণার্থী বা অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী রয়েছেন তার কোনও সরকারি পরিসংখ্যান নেই। তবে ডিসেম্বর মাসে দিল্লি পুলিশের অভিযানে এখন পর্যন্ত ১ হাজারের বেশি সন্দেহভাজন অবৈধ বাংলাদেশি অভিবাসীকে চিহ্নিত করা হয়েছে। ভারত ১৯৫১ সালের জেনেভা শরণার্থী কনভেনশনে স্বাক্ষরকারী দেশ নয়। অর্থাৎ ভারত সরকারিভাবে কাউকে আশ্রয় দেয় না। এই পরিস্থিতিতে বেশিরভাগ শরণার্থীই অবৈধভাবে বা বৈধ কাগজপত্র ছাড়াই ভারতে প্রবেশ করেন। ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দেশে কতজন অবৈধ অভিবাসী রয়েছেন, সে সংক্রান্ত তথ্য তাদের কাছে নেই। তবে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের তথ্য বলছে, ২২ হাজার ৫০০ রোহিঙ্গা শরণার্থী ভারতে রয়েছেন। যার মধ্যে ৬৭৬ জন রোহিঙ্গা শরণার্থী দেশের বিভিন্ন অংশে আটক রয়েছেন।
 
• অনুপ্রবেশকারী নিয়ে নির্বাচনী ইস্যু
দিল্লিতে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা করা হয়নি। তবে মনে করা হচ্ছে, আগামী বছরের ফেব্রুয়ারি মাসে দিল্লিতে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। আসন্ন বিধানসভা ভোটকে ঘিরে উত্তপ্ত আবহাওয়ায় দিল্লিতে রোহিঙ্গা অভিবাসী সংক্রান্ত ইস্যু বেশ বড় হয়ে উঠছে। একদিকে যেমন আম আদমি পার্টি এই প্রসঙ্গে বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলেছে, তেমনই দিল্লিতে রোহিঙ্গা ও অবৈধ বাংলাদেশি অভিবাসীদের বসতি স্থাপনের জন্য আম আদমি পার্টি উৎসাহ দিচ্ছে বলেও পাল্টা অভিযোগ করেছে বিজেপি। বিজেপির মুখপাত্র ইয়াসির জিলানি বিবিসিকে বলেছেন, ‘‘আম আদমি পার্টি সরকার দিল্লিতে অবৈধ অভিবাসীদের উৎসাহিত করেছে এবং নিজেদের ভোট ব্যাংক বাড়ানোর জন্য তাদের নথি তৈরিও করিয়ে দিয়েছে। আমরা এ জাতীয় কার্যকলাপ একেবারেই বরদাশত করব না এবং শেষ অবৈধ অভিবাসীকে চিহ্নিত না করা পর্যন্ত বিজেপি এ বিষয় নিয়ে চুপ থাকবে না।’’ আবার আম আদমি পার্টিও অভিযোগ তুলেছে। আম আদমি পার্টির মুখপাত্র প্রিয়াঙ্কা কক্কর বিবিসিকে বলেছেন, ‘‘দেশের সীমান্ত রক্ষার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের, দিল্লির আইনশৃঙ্খলা দিল্লি পুলিশের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের ওপর রয়েছে। এই পরিস্থিতিতে বেআইনিভাবে অনুপ্রবেশকারীরা দিল্লিতে ঢুকে পড়লে তার জন্য সম্পূর্ণ দায়ী কিন্তু বিজেপি।’’বিজেপির মতোই অবৈধ অভিবাসীদের চিহ্নিত করার দাবি জানিয়েছে আম আদমি পার্টিও। দলটির মুখপাত্র প্রিয়াঙ্কা কক্কর বলেছেন, ‘‘আম আদমি পার্টি প্রত্যেক অবৈধ অভিবাসীকে চিহ্নিত করবে এবং কোনও অবৈধ অভিবাসী যাতে দিল্লির নাগরিকদের জন্য যে সুযোগ সুবিধা রয়েছে তা না পায়, সেটা নিশ্চিত করবে।’’

• দিল্লি পুলিশ ও পৌরসভার প্রচার
চলতি মাসের গোড়ার দিকে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা দিল্লির প্রিন্সিপাল সেক্রেটারি ও পুলিশ কমিশনারকে চিঠি লিখে অবৈধ অভিবাসীদের চিহ্নিত করার নির্দেশ দিয়েছিলেন। এরপরই তৎপর হয়ে ওঠে দিল্লি পুলিশ। বেশ কয়েকটি এলাকায় অবৈধ অভিবাসীদের চিহ্নিত করতে পুলিশ অভিযান শুরু করেছে। লোকজনের নথিও পরীক্ষা করেছে। দিল্লির বস্তি, বেআইনি কলোনি, এমনকি ফুটপাতে বসবাসকারী মানুষের নথিপত্রও খতিয়ে দেখছে সেখানকার পুলিশ। দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনও (এমসিডি) অবৈধ অভিবাসীদের চিহ্নিত করার নির্দেশ জারি করেছে। পৌরসভার নির্দেশে বলা হয়েছে, দিল্লিতে বসবাসকারী অবৈধ অভিবাসী এবং স্কুলে পাঠরত অভিবাসী অভিভাবকদের সন্তানদের চিহ্নিত করতে হবে।

• অভিবাসী ভারতীয়রা কি সমস্যার সম্মুখীন হতে পারেন?
দিল্লিতে বিপুলসংখ্যক অভিবাসী বসবাস করেন। ভারতের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ দিল্লিতে আসেন, কাজও করেন। প্রবাসী ভারতীয়দের সন্তানরাও দিল্লির স্কুলে পড়াশোনা করে। এখন প্রশ্ন হলো, এই পরিস্থিতিতে দিল্লি সরকারের সাম্প্রতিক সিদ্ধান্তের ফলে সেই সব পরিবারের সন্তানরাও কি সমস্যায় পড়তে পারেন? দিল্লি সরকারের দাবি শিক্ষা দপ্তরের সাম্প্রতিক সিদ্ধান্তে বৈধভাবে বসবাসকারী অভিবাসী পরিবারের শিক্ষার্থীরা কোনও ধরনের সমস্যার সম্মুখীন হবে না। এই বিষয়ে জানতে চাওয়া হলে আম আদমি পার্টির মুখপাত্র প্রিয়াঙ্কা কক্কর বিবিসিকে বলেন, ‘‘শিশুদের উচ্চ স্তরের শিক্ষা প্রদান করা দিল্লি সরকারের প্রথম অগ্রাধিকার। আমরা দিল্লির স্কুলগুলোর পরিকাঠামো উন্নত করেছি এবং শিক্ষার মান বাড়ানো হয়েছে।’’‘‘সাম্প্রতিক সিদ্ধান্তে যাতে (বৈধভাবে বসবাসকারী) অভিবাসী ভারতীয়দের সন্তানরা প্রভাবিত না হয়, সেটা নিশ্চিত করার জন্য সতর্কতা অবলম্বন করা হবে।’’এদিকে, প্রিয়াঙ্কা কক্করের অভিযোগ, দিল্লির বহু এলাকায় ভোটার তালিকা থেকে মানুষের নাম বাদ দেওয়া হয়েছে। আম আদমি পার্টির অভিযোগ, এর জন্য দায়ী বিজেপি। তারাই ভোটার তালিকা থেকে মানুষের নাম বাদ দিয়েছে। যদিও বিজেপি এসব অভিযোগ অস্বীকার করেছে। প্রিয়াঙ্কা কক্কর বলছেন, ‘‘অনেকের নাম (ভোটার তালিকা থেকে) মুছে ফেলা হয়েছে। আমরাও এই বিষয়টাও উত্থাপন করেছি। বিজেপি দিল্লিতে বসবাসকারী অভিবাসীদের অধিকারের ওপর আক্রমণ চালাচ্ছে।’’ তবে আম আদমি পার্টির তোলা সব অভিযোগ প্রত্যাখ্যান করে ইয়াসির জিলানি বিবিসিকে বলেছেন, ‘‘অবৈধ অভিবাসীদের প্রশ্রয় দেওয়া আম আদমি পার্টি ভিত্তিহীন ইস্যু উত্থাপন করছে। আম আদমি পার্টির আসল দিকটা দিল্লির মানুষের কাছে উন্মোচিত হয়ে গেছে।’’বাস্তবে বিজেপি এবং আম আদমি পার্টি দুই দলই কিন্তু দিল্লি থেকে অবৈধভাবে প্রবেশ করা বাংলাদেশি ও রোহিঙ্গাদের সরানোর দাবি করে আসছে। আম আদমি পার্টি এবং বিজেপির শীর্ষ নেতারা একে অপরের বিরুদ্ধে অবৈধ অভিবাসীদের উৎসাহ দেওয়ার অভিযোগ তুলেছেন। দুই দলই দাবি করেছে, তারা একজন অবৈধ অভিবাসীকেও দিল্লিতে থাকতে দেবে না।

• আতঙ্কে রোহিঙ্গা শরণার্থীরা
রাজনৈতিক বাগাড়ম্বর একদিকে সরিয়ে রাখলে বলা যায়, বর্তমান আবহে দিল্লিতে রোহিঙ্গা অভিবাসীদের মাঝে ভয় ও অস্বস্তি কাজ করছে। নাম প্রকাশ না করার শর্তে একজন রোহিঙ্গা শিক্ষার্থী বিবিসিকে বলেন, ‘‘যে সমস্ত রোহিঙ্গারা কোনও মতে নিজেদের দেশ ছেড়ে প্রাণ বাঁচিয়ে পালিয়ে এসেছেন, তারা খুবই কঠিন পরিস্থিতির মধ্যে বসবাস করছেন।’’‘‘ইউএনএইচআরসি কার্ডের মাধ্যমে রোহিঙ্গা শিশুদের স্কুলে ভর্তি করা হয়। এখন আমাদের আশঙ্কা হচ্ছে, ইউএনএইচআরসিতে নিবন্ধিত রোহিঙ্গা শিক্ষার্থীদের লেখাপড়াও বন্ধ হয়ে যাবে।’’ দিল্লিতে রোহিঙ্গা শরণার্থীদের চার-পাঁচটা বসতি রয়েছে। সেখানে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা বেশ কঠিন পরিস্থিতিতে বসবাস করেন। তাদের পানীয় জল নেই, বিদ্যুৎ নেই, কর্মসংস্থানও নেই। নাম প্রকাশে অনিচ্ছুক ওই শিক্ষার্থী বলেন, রোহিঙ্গাদের জন্য কেউ কিছু করছে না। মানুষের সহানুভূতিটুকুও এখন আর নেই। এখন যেহেতু আমাদের রাজনৈতিক ইস্যু বানানো হচ্ছে, তাই এটা আমাদের পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ