কলাপাড়ার ধানখালীতে পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট (আরএনপিএল) তাপ বিদ্যুৎ কেন্দ্রের বিদেশি প্রজেক্টে কর্মরত চারজন কর্মকর্তা চীনা নাগরিক কে আসামি করে কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করা হয়েছে। এরা সবাই টিইপিসি-সিএইচইসি-সিডব্লিউইসি প্রজেক্টে কর্মরত রয়েছেন। এরা হলেন প্রজেক্টের জেনারেল ম্যানেজার ইয়ং লিং , প্রজেক্ট ম্যানেজার লিফুডং, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হুতাও, নির্বাহী পরিচালক সানরুই। বরিশালের রুপাতলীর মিফতা ট্রেডার্সের ম্যানেজার কলাপাড়া পৌরসভার অফিস মহল্লার বাসীন্দা সাইফুল ইসলাম রাহাত এই মামলাটি করেছেন। মঙ্গলবার এই মামলাটি করা হয়েছে।
মামলায় বলা হয়েছে, ধানখালীতে নির্মানাধীন আরএনপিএল নরিনকো পাওয়ার কোম্পানি লিমিটিডে কর্মরত বিদেশি কোম্পানির কাছে জেটির মালামাল আনলোড ও পরিবহন খাতে সাইফুল ইসলাম বিবাদীদের কাছে তিন কোটি ৩৯ লাখ ২২ হাজার ৩২৮ টাকা ৮৫ পয়সা পাওনা রয়েছেন। দীর্ঘদিন চাইলেও টাকা দেওয়া হয়নি। উপায় না পেয়ে তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন।
তিনি আরও জানান, তিয়ানজিং ইলেকট্রিক পাওয়ার কনস্ট্রাকশন কোম্পানির নির্মানাধীন এই বিদ্যুৎ প্লান্টের আন্তর্জাতিক লজিস্টিক প্রতিষ্ঠান (সিএমইসি) এর কমট্রান্স প্রজেক্ট লজিস্টিক কোম্পানি লিমিেিটড এর সহযোগী লজিস্টিক কোম্পানি ওসান ট্রাক লজিস্টিক (বিডি) লিমিটেডএর সাথে জেটি আনলোড ও পরিবহন সংক্রান্ত চুক্তি হয় তাদের সঙ্গে। ২০২১ সালের ১০ জুন এ চুক্তি সম্পাদন হয়। এরপর থেকে আমরা চুক্তিমতে কাজকর্ম করে আসছি। কিন্তু পাওনা বকেয়া টাকা পরিশোধে দুই বছর নানা তালবাহানা করে আসছে কোম্পানির লোকজন। এখন কোম্পানি তাদের কর্মকান্ড গুটিয়ে যাচ্ছে। আদালত কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য আরএনপিএল পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট পাওয়ার প্লান্টটি উৎপাদনের জন্য প্রস্তুত রয়েছে। সুইচিং স্টেশনের সঙ্গে সঞ্চালন লাইন স্থাপনের কাজ চলমান রয়েছে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন