২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ক্যারিয়ারের পাঁচ টেস্টের শেষটি খেলেছিলেন রশিদ খান। আফগানিস্তান লেগ স্পিনার একই দলের বিপক্ষে সাদা পোশাকে ফেরার অপেক্ষায় ছিলেন। কিন্তু ব্যক্তিগত কারণে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে নেই তিনি।
পিঠের ইনজুরির কারণে চিকিৎসকের পরামর্শে ২৬ বছর বয়সী অলরাউন্ডার লাল বলের ক্রিকেট থেকে দূরে ছিলেন। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ছিলেন না তিনি। পরে আফগান ক্রিকেট বোর্ড জানায়, নভেম্বর পর্যন্ত টেস্ট থেকে দূরে থাকবেন রশিদ। জিম্বাবুয়ে সফরের দলেও তার থাকা ছিল সন্দেহাতীত। কিন্তু ১৮ জনের স্কোয়াডে জায়গা পেলেন তিনি।
মঙ্গলবার ফেসবুক পেজে নিজের একটা ছবি দেন, যেখানে তাকে নেদারল্যান্ডসে দেখা গেছে। একই দিনে আফগান বোর্ড তার দলের বুলাওয়ে টেস্টের প্রস্তুতির ছবি প্রকাশ করে। এই দুটি ছবির কোনও যোগসূত্র আছে কিনা জানা যায়নি। বোর্ড কর্মকর্তা জানান, দাতব্য কাজ করার জন্য প্রথম টেস্টে নেই রশিদ।
বাংলাস্কুপ/ডেস্ক/ এনআইএন