ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) লিমিটেড এ ছয়জন প্রকৌশলীকে বদলি করা হয়েছে। মঙ্গলবার রাতে (২৪ ডিসেম্বর) দুইটি ভিন্ন বদলি আদেশে এ কথা জানানো হয়।
এইচআর দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মো. সূমন আহমেদ স্বাক্ষরিত (স্বারক নম্বর: ২৭.৮৭.০০০০.৪০৪.১৯.০১১.২০.৩১০০) এক আদেশে বলা হয় - তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মেহেদুর রহমান (আইডি নং- ১১২৪৯) সিভিল ওয়ার্কস-এর দপ্তর থেকে এনওসিএস ধানমন্ডি-এর দপ্তরে, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ হানিফ উদ্দিন (আইডি নং- ১১০৮৮) এনওসিএস তেজগাঁও-এর দপ্তর থেকে এনওসিএস শ্যামপুর-এর দপ্তরে, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ শের আলীর এনওসিএস শ্যামপুর ডিভিশনের অতিরিক্ত দায়িত্ব বাতিল করা হয়। তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. রাখিবুল হাসান ( আইডি নং-১১১০৩) এনওসিএস ধানমন্ডি-এর দপ্তর থেকে সিভিল ওয়ার্কস-এর দপ্তরে, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবদুল্লাহ আল মাসুম (আইডি নং- ১১০৮৬) এনওসিএস শেরে বাংলা নগর-এর দপ্তর থেকে এনওসিএস কাকরাইল-এর দপ্তরে ও নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে এনওসিএস তেজগাঁও-এর দায়িত্ব প্রদান করা হয়।
অন্য আরেকটি আদেশে এইচআর দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নীহার রঞ্জন সরকার স্বাক্ষরিত (স্বারক নম্বর: ২৭.৮৭.০০০০.৪০৪.১৯.০১১.২০.৩১০১) এক আদেশে বলা হয় -নির্বাহী প্রকৌশলী মোঃ রায়হান আলী মিঞা এনওসিএস পরিবাগ-এর দপ্তর থেকে এনওসিএস শেরে বাংলা নগর -এর দপ্তরে, উপ-বিভাগীয় প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলী (অতিঃ দাঃ) মেহেদী হাসান ভুইয়াকে (আইডি নং-২১৫৯২) এনওসিএস কাকরাইল-এর দপ্তর থেকে নির্বাহী প্রকৌশলী, স্টোর ম্যানেজমেন্ট রেভিনিউ -এর দপ্তরে, নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে ৩১-১২-২০২৪খ্রি. (অপরাহ) থেকে কার্যকর করতঃ নির্বাহী প্রকৌশলী, স্টোর ম্যানেজমেন্ট রেভিনিউ-এর দায়িত্ব প্রদান করা হলো। উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ মাজেদুর রহমান (আইডি নং-১১৪৮২) এনওসিএস ধানমন্ডি-এর দপ্তর থেকে এনওসিএস পরিবাগ-এর দপ্তরে নিজ দায়িত্বের অতিরিক্ত এর দায়িত্ব প্রদান করা হয়।
বর্ণিত কর্মকর্তাগণ আগামী ৩১-১২-২০২৪খ্রি. তারিখ পূর্বাহ্নের মধ্যে বদলিকৃত দপ্তরে যোগদান করবেন অন্যথায় ৩১-১২-২০২৪খ্রি. অপরাহ্ন থেকে বর্তমান কর্মস্থল হতে তাৎক্ষণিক অবমুক্ত (Stand Released) বলে গণ্য হবেন।
বাংলা স্কুপ/প্রতিবেদক/ এনআইএন