ঢাকা , বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪ , ১১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ইজতেমা মাঠ নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে আইনি নোটিশ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৪-১২-২০২৪ ০৭:০৭:৩২ অপরাহ্ন
আপডেট সময় : ২৪-১২-২০২৪ ০৭:০৮:২২ অপরাহ্ন
ইজতেমা মাঠ নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে আইনি নোটিশ সংবাদচিত্র: সংগৃহীত
গাজীপুরে টঙ্গীর ইজতেমা মাঠের নিয়ন্ত্রণ নিয়ে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের মধ্যে সংঘর্ষ ও হতাহতসহ তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে সংঘটিত অনাকাঙ্খিত রক্তাক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে জরুরি ব্যবস্থা গ্রহণ করতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও জাতীয় দুর্যোগময় মুহূর্তে যথাযথ ব্যবস্থা গ্রহণ ও সমন্বয়মূলক’ সংগঠন আল-কুরআন স্টাডি সেন্টার-এর সুপ্রিম কোর্ট বার শাখার পক্ষে অ্যাডভোকেট আশরাফ উজ- জামান ও অ্যাডভোকেট দেলোয়ার হোসেন এই নোটিশ পাঠিয়েছেন। নোটিশে বলা হয়েছে, বাংলাদেশ তাবলিগ জামাতের দুটি অংশ মাওলানা জুবায়ের ও মাওলানা সাদপন্থিদের চলমান দ্বন্দ্ব আবারও সংঘাতে রূপ নিয়েছে। টঙ্গীর তুরাগ নদীর তীরে অবস্থিত বিশ্ব ইজতেমা ময়দানের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে এক লোমহর্ষক ঘটনা ঘটে। এই সংঘর্ষে চার জন নিহত ও শতাধিক আহত হয়েছেন। তাই নোটিশে বিগত বছরের মতো ইজতেমা আগের মতোই চালু রাখা, বিবদমান দুই গ্রুপের মধ্যে শান্তি বজায় রাখার জন্যে উদ্যোগ গ্রহণ করতে উভয়পক্ষের প্রতিনিধিদের নিয়ে সমস্যা সমাধানের ব্যবস্থা নেওয়া এবং সঙ্গে সঙ্গে তাবলিগ জামাতের লোকজন বসবাস বরার জন্যে কাকরাইল মসজিদের ভেতরে আবাসিক ব্যবস্থা বন্ধ করার আরজি জানানো হয়েছে|

নোটিশে বিবদমান সমস্যা সমাধানে উদ্যোগ নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয় ও সুপ্রিম কোর্টের একজন আইনজীবী ও তাবলিগের উভয়পক্ষের (জুবায়ের ও সাদপন্থি) পাঁচ জন ব্যক্তিকে রাখার জন্যে বলা হয়েছে। নোটিশে আরও বলা হয়েছে, দীর্ঘদিন যাবৎ তাবলিগ জামাতের চলমান এ দ্বন্দ্ব সংঘাতের ঘটনায় ধর্মপ্রাণ মুসলমানরা আতংকিত ও শঙ্কিত। ঘটনা যেভাবে চলমান, তাতে মনে হয় ভবিষ্যতে আরও সংঘাত ও রক্তাক্ত ঘটনা ঘটতে পারে। মসজিদের পরিবেশ আরও কুলষিত হতে পারে।তাই এই মুহূর্তে তাদের সাহায্যে সরকারের এগিয়ে সমস্যা নিরসনে বাস্তব পদক্ষেপ প্রয়োজন উল্লেখ করা হয় নোটিশে। সরকারের করণীয় নির্ধারণে তিন দফা সুপারিশও তুলে ধরা হয় আল-কোরআন স্টাডি সেন্টারের পক্ষ থেকে। সুপারিশে একটি উচ্চ পর্যায়ের লিয়াজোঁ কমিটি গঠন করার কথা বলা হয়; যেখানে ধর্ম উপদেষ্টাকে প্রধান করে বিশেষভাবে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আল-কোরআন স্টাডি সেন্টারের চেয়ারম্যান আলহাজ গিয়াস উদ্দিন আহমদকে অন্তর্ভুক্ত করার কথা জানানো হয়। তবে এই কমিটিতে কোনও পক্ষের রাজনীতিবিদদের রাখা যাবে না বলে উল্লেখ করা হয়। নোটিশ পাওয়ার পাঁচ দিনের মধ্যে উল্লেখিত শর্তমতে উপযুক্ত ব্যবস্থা নিতে বলা হয়েছে। অন‍্যথায় আল-কুরআন স্টাডি সেন্টার হাইকোর্টের দ্বারস্ত হয়ে প্রয়োজনীয় ও আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে বলেও নোটিশে জানানো হয়েছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ