ঢাকা , বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪ , ১১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

রোহিঙ্গা ক্যাম্পে আগুনে দুই জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৪-১২-২০২৪ ০৬:৪০:৩৫ অপরাহ্ন
আপডেট সময় : ২৪-১২-২০২৪ ০৭:৩২:৪৩ অপরাহ্ন
রোহিঙ্গা ক্যাম্পে আগুনে দুই জনের মৃত্যু সংবাদচিত্র: সংগৃহীত
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই জনের মৃত্যু হয়েছে। দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের চার ইউনিট। পুড়েছে কয়েকশ ঘর। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে লাম্বাশিয়া ক্যাম্প-সি ব্লকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন উখিয়া থানার ওসি আরিফ হোসাইন।

ওসি বলেন, ‘ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেশকিছু ঘরবাড়ি পুড়ে গেছে। এ ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।’

রোহিঙ্গারা জানান, দুপুরে উখিয়ার লম্বাশিয়া-১ ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকের একটি বসতঘরে হঠাৎ আগুন লেগে যায়। এরপর আগুন ক্যাম্পটির আশপাশের বসতঘরসহ অন্য স্থাপনায় দ্রুত ছড়িয়ে পড়ে।

আগুনে ৪০০-৫০০ ঘরবাড়ি পুড়ে গেছে বলে দাবি করেছেন ‘আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস’-এর চেয়ারম্যান ডা. মোহাম্মদ জোবায়ের। তিনি বলেন, ‘আগুনে পুড়ে এক শিশু মারা গেছে। আরও চার জন আহত হয়েছেন। আগুন এখনও পুরোপুরি নেভেনি।’

বাংলা স্কুপ/ডেস্ক/এনআইএন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ