কুমিল্লার চৌদ্দগ্রামে গলায় জুতার মালা দিয়ে আবদুল হাই কানু নামের একজন বীর মুক্তিযোদ্ধাকে হেনস্তা করার তীব্র প্রতিবাদ ও জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এসোসিয়েশন নামের একটি সংগঠন।
মঙ্গলবার (২৪ডিসেম্বর) এসোসিয়েশনের চেয়ারম্যান ক্যাপ্টেন শাহাবউদ্দিন আহমেদ বীর উত্তম ও মহাসচিব আলহাজ্ব মো. শাহজাহান কবির বীর প্রতীক এক বিবৃতিতে এ দাবি জানান।
বিবৃতিতে বল হয়, ১৯৭১ সালে যে মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ নয় মাস মরণপণ যুদ্ধ করে ত্রিশ লাখ শহিদ ও দুই লাখের অধিক মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন করেছে সেই মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের বীরত্ব ও অবদানের কারণে আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি। সেই মুক্তিযোদ্ধাদেরই একজন কুমিল্লা চৌদ্দ গ্রামের আবদুল হাই কানুকে জুতার মালা পরিয়ে লাঞ্জিত করার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি এবং এই ঘটনার সাথে জড়িতদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে কঠিন শাস্তির দাবি জানাচ্ছি।
উল্লেখ্য, মুক্তিযোদ্ধা কানু ছিলেন উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি ও কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। চৌদ্দগ্রামের নিজ এলাকা কুলিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের সামনে ওই মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করা হয়। জুতার মালা পরিয়ে তাকে এলাকা ত্যাগ করার নির্দেশ দেওয়ার ১ মিনিট ৪৬ মিনিটের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মুক্তিযোদ্ধার কানুর গলায় জুতার মালা দিয়ে তাকে এলাকা এমনকি কুমিল্লায় থাকতে পারবেন না বলে হুমকি দেওয়া হয়। এ সময় ক্ষমা চেয়ে ও এলাকায় আসবেন না বলে প্রতিশ্রুতি দিয়ে তিনি এলাকা ত্যাগ করেন। পরবর্তীতে তিনি অজ্ঞাত স্থানে চলে যান। তার গ্রামের বাড়ি ঘটনাস্থলের অদূরে লুদিয়ারা গ্রামে।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন