ঢাকা , বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪ , ১১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

কৃষকের ২০ শতক জমির লাউগাছ কেটে দিলো দুর্বৃত্তরা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৪-১২-২০২৪ ১২:০২:৫৫ অপরাহ্ন
আপডেট সময় : ২৪-১২-২০২৪ ১২:০৩:৫৮ অপরাহ্ন
কৃষকের ২০ শতক জমির লাউগাছ কেটে দিলো দুর্বৃত্তরা সংবাদচিত্র: সংগৃহীত
চট্টগ্রামের মিরসরাইয়ে কৃষকের ২০ শতক জমির লাউগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। ওই কৃষকের নাম আবুল হাসেম। সোমবার (২৩ ডিসেম্বর) ভোরে মিরসরাই পৌরসদরের মধ্যম তালবাড়িয়া এলাকায় এই ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষক আবুল হাসেম বলেন, মিরসরাই পৌরসদরের মধ্যম তালবাড়িয়া বিদ্যালয়ের পূর্বপাশে একটি জমিতে দেড় মাস আগে লাউগাছ লাগিয়েছিলাম। গত সপ্তাহে কিছু লাউ বিক্রিও করেছি। সোমবার সকালে লাউ তুলতে গিয়ে দেখি জমির সব লাউগাছ কে বা কারা কেটে দিয়েছে। এতে প্রায় ১ লাখ টাকার ক্ষতি হয়েছে। পূর্ব শত্রুতার জেরে কেউ এই ঘটনা ঘটাতে পারে।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, লাউগাছ কাটার ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলা স্কুপ/ প্রতিনিধি/এনআইএন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ