ঢাকা , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশকে সহায়তা করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র

আপলোড সময় : ১৫-০৯-২০২৪ ০১:২০:০০ অপরাহ্ন
আপডেট সময় : ১৫-০৯-২০২৪ ০৫:১৬:১১ অপরাহ্ন
বাংলাদেশকে সহায়তা করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র ​সংবাদচিত্র : সংগৃহীত
বাংলা স্কুপ, ১৫ সেপ্টেম্বর ২০২৪: 
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল। রোববার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫৫ মিনিটে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বৈঠকটি শুরু হয়। 
বৈঠক শেষে ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টে বলা হয়, ‘প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাতকালে বাংলাদেশের মানুষের কল্যাণে অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি, প্রতিষ্ঠান গঠন ও উন্নয়ন সহযোগিতার বিষয়ে নিশ্চিত করেছেন আমাদের প্রতিনিধিদল। যেহেতু বাংলাদেশ আরও ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে চাইছে, যুক্তরাষ্ট্র সেই প্রচেষ্টায় সহায়তা করতে প্রস্তুত।’
এর আগে অর্থ বিভাগের সহকারী সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বাধীন মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে অর্থ, বাণিজ্য এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ও পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন পৃথকভাবে বৈঠক করেন।

ডেস্ক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ