ঢাকা , মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

​সখীপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিনজনের

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৩-১২-২০২৪ ০৪:২৪:০১ অপরাহ্ন
আপডেট সময় : ২৩-১২-২০২৪ ০৪:২৪:০১ অপরাহ্ন
​সখীপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিনজনের
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। 

সোমবার (২৩ ডিসেম্বর) সকাল সাতটার দিকে সখীপুর-টাঙ্গাইল সড়কের বেড়বাড়ী এলাকায়, ৯টার দিকে সখীপুর থানার সামনের সড়কে এবং আটটার দিকে সখীপুর সাগরদিঘি সড়কের কুতুবপুর বাজার এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন উপজেলার কচুয়া গ্রামের আলী হোসেনের ছেলে আবু বকর (৪৫), টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পেকুয়া গ্রামের মৃত আবদুল গনির ছেলে জয়নুদ্দিন (৬৫) ও টাঙ্গাইল সদর উপজেলার এনায়েতপুর গ্রামের আবুল কাশেমের ছেলে মামুন খান (২৫)। এর মধ্যে আবু বকর একটি ব্যাটারিচালিত অটোরিকশার চালক ছিলেন। তিনি মাছ আনার জন্য ঘাটাইলের জোরদীঘি এলাকায় যাচ্ছিলেন। সেখানে অটোরিকশার সঙ্গে সংঘর্ষে তিনি নিহত হন।

পুলিশ জানায়, নিহত জয়নুদ্দিনের বেয়াই মকবুল হোসেন মারা যাওয়ায় জানাজায় অংশ নেওয়ার জন্য বাড়ি থেকে ছেলের মোটরসাইকেলে করে উপজেলার কচুয়া গ্রামে যাচ্ছিলেন। আজ সোমবার সকাল ৯টায় সখীপুর-ঢাকা সড়কের থানার সামনে এলে গতিরোধকে ধাক্কা খেয়ে জয়নুদ্দিন মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। বিপরীত দিক থেকে আসা ট্রাকের চাপায় তিনি ঘটনাস্থলেই মারা যান।

নিহত মামুন খান ময়মনসিংহের ভালুকায় একটি কারখানায় চাকরি করতেন। রাতের পালায় দায়িত্ব পালন শেষে ভোর সাতটার দিকে বাড়ি ফেরার পথে সখীপুর-টাঙ্গাইল সড়কের বেড়বাড়ী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের চাপায় তিনি নিহত হন।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, পৃথক দুর্ঘটনায় তিনজন নিহত হলেও দুজনের লাশ অভিযোগ না থাকায় স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। থানার সামনে ঘটা দুর্ঘটনায় লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাক ও ট্রাকের চালককে আটক করে থানায় রাখা হয়েছে।

বাংলা স্কুপ/ প্রতিনিধি/ এনআইএন/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ