ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

​এফডিসি’তে বাজছে নির্বাচনী ঢোল

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৩-১২-২০২৪ ০৪:০৮:২৬ অপরাহ্ন
আপডেট সময় : ২৩-১২-২০২৪ ০৪:০৮:২৬ অপরাহ্ন
​এফডিসি’তে বাজছে নির্বাচনী ঢোল
আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে চলচ্চিত্র পরিচালক সমিতির ২০২৫-২৬ মেয়াদের নির্বাচন। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) বাজছে নির্বাচনী ডামাডোল। ব্যস্তমুখর চলচ্চিত্র নির্মাতারা।

দুই বছর মেয়াদী এই নির্বাচনে অংশ নিচ্ছে দুটি প্যানেল। একটি প্যানেলের সভাপতি ও মহাসচিব পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন শাহীন সুমন ও শাহীন কবির টুটুল। অপর প্যানেলে রয়েছেন মুশফিকুর রহমান গুলজার ও সাফিউদ্দীন সাফি। তবে কেউ কেউ নির্বাচনে উৎসবমুখর পরিবেশ নেই বলে মন্তব্য করেছেন। ভোট দিতে পরিচালকরা আসবেন কিনা, সেটা নিয়েও চিন্তিত অনেকে।

শাহিন সুমন-শাহীন কবির টুটুল প্যানেলে নির্বাচনে অংশ নেওয়া তরুণ নির্মাতা বন্ধন বিশ্বাস বলেন, ‘আমি প্রথমবার নির্বাচনে অংশ নিচ্ছি। কিন্তু আগের মতো নির্বাচনে কোনো উৎসবের আমেজ নেই। দেশের পরিস্থিতি নিয়েই সবাই চিন্তিত। এর মধ্যে কতটা উৎসবমুখরভাবে সবাই ভোট দিতে আসবেন, বুঝতে পারছি না। তবে সবার আসা উচিত।’ এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন আবদুল লতিফ বাচ্চু, সহকারী নির্বাচন কমিশনার এ জে রানা ও বি এইচ নিশান।

প্রসঙ্গত, ইতিমধ্যে ২০২৩-২৪ মেয়াদের নির্বাচিত কাজী হায়াৎ-শাহীন সুমন কমিটির মেয়াদ শেষ হয়েছে। ফলে শিগগিরই নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে।
 
বাংলা স্কুপ/ প্রতিবেদক/ এনআইএন/এসকে 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ