ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

​গাইবান্ধায় মাটিচাপায় শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৩-১২-২০২৪ ০৩:৫১:২৪ অপরাহ্ন
আপডেট সময় : ২৩-১২-২০২৪ ০৩:৫১:২৪ অপরাহ্ন
​গাইবান্ধায় মাটিচাপায় শ্রমিকের মৃত্যু
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাটিচাপায় আব্দুল ওয়াহেদ (৫৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার তালুকানুপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল ওয়াহেদ ওই গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এলাকাবাসী জানান, করতোয়া নদীর তীরে ট্রাক্টরে বালু-মাটি তুলছিলেন আব্দুল ওয়াহেদ। একপর্যায়ে মাটি ধসে তার ওপর পড়ে। দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়।

গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা বলেন, ‘‘মাটি কাটার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।’’

বাংলা স্কুপ/ প্রতিনিধি/ এনআইএন/এসকে 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ