ঢাকা , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার দেবে যুক্তরাষ্ট্র

আপলোড সময় : ১৫-০৯-২০২৪ ১২:৫৭:৫৬ অপরাহ্ন
আপডেট সময় : ১৫-০৯-২০২৪ ০৫:৪৯:৪০ অপরাহ্ন
বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার দেবে যুক্তরাষ্ট্র ​ইউএসএআইডির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ২শ' মিলিয়ন ডলারের চুক্তি সাক্ষর। সংবাদচিত্র : সংগৃহীত
বাংলা স্কুপ, ১৫ সেপ্টেম্বর ২০২৪: 
বাংলাদেশের উন্নয়নে অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার খাতে ২০০ মিলিয়ন ডলারের সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ইউএসএআইডি) মাধ্যমে উন্নয়ন সহযোগিতা চুক্তির আওতায় এই অর্থ দেওয়া হবে। 
রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সঙ্গে ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগের সহকারী সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে প্রতিনিধি দলের বৈঠক শেষে চুক্তিটি সাক্ষর হয়।
অর্থ উপদেষ্টা বলেন, সুশাসন, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, সামাজিক; মানবিক ও অর্থনৈতিক সুযোগ বৃদ্ধি খাতে যুক্তরাষ্ট্র এ অর্থ অনুদান দিয়েছে। বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনাসহ কয়েকটি বিষয়েও আলোচনা হয়েছে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে। বাংলাদেশের আর্থিক খাত সংস্কারে কাজ করবে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে আশ্বাস দিয়েছে প্রতিনিধি দল।
ইউএসএআইডির ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর অঞ্জলি কৌর বলেন, আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছি। এর আওতায় সরকারের অগ্রাধিকার খাতে ২০০ মিলিয়ন ডলারের সহায়তা দেওয়া হবে। 
তিনি বলেন, যুক্তরাষ্ট্র অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে চায়। আমরা এখন চুক্তি অনুযায়ী কাজ করবো। এ চুক্তি মূলত সরকারের অগ্রাধিকারমূলক কাজগুলো এগিয়ে নেওয়ার জন্য। এই চুক্তিটি বাংলাদেশের জনগণের অন্তর্ভূক্তিমূলক সমৃদ্ধির জন্য ভূমিকা রাখবে। দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি পাবে। 
 এদিকে, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ২০২১ সালে ছয় বছরের মেয়াদে প্রায় ১০০ কোটি ডলার সহায়তা দেওয়ার জন্য ডেভেলপমেন্ট অবজেকটিভ গ্রান্ট চুক্তি সই হয়। ওই চুক্তির অধীনে পাঁচ দফায় যুক্তরাষ্ট্র প্রায় ৪৩ কোটি ডলার দিয়েছে। রবিবার সই হওয়া ষষ্ঠ দফার চুক্তিতে ২০ কোটি ডলার দেওয়া হবে।

ডেস্ক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ