ঢাকা , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সোনার দাম ফের বাড়ল

আপলোড সময় : ১৪-০৯-২০২৪ ০৮:৪৭:৫৪ অপরাহ্ন
আপডেট সময় : ১৪-০৯-২০২৪ ০৮:৪৭:৫৪ অপরাহ্ন
সোনার দাম ফের বাড়ল ​দেশের বাজারে সোনার দাম আবারও বেড়েছে। ফাইল ফটো
বাংলা স্কুপ, ১৪ সেপ্টেম্বর ২০২৪: 
দেশের বাজারে সোনার দাম ফের বাড়ল। ভালো মানের সোনার দাম প্রতি ভরিতে বেড়েছে ৩ হাজার ৫৮১ টাকা। রোববার (১৫ সেপ্টেম্বর) ভালো মানের সোনা প্রতি ভরি (২২ ক্যারেট) বিক্রি হবে ১ লাখ ২৯ হাজার ৯০২ টাকায়। 
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) শনিবার (১৪ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ  তথ্য জানিয়েছে। স্থানীয় বাজারে তেজাবী (পিওর গোল্ড) সোনার মূল্য বৃদ্ধি পাওয়ায় সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে। 
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে ১ লাখ ২৩ হাজার ৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৬ হাজার ২৮২ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ৮৭ হাজার ১৩ টাকা করা হয়েছে।
অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার ১০০ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার ৬ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি এক হাজার ৭১৫ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম এক হাজার ২৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
ডেস্ক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ