ঢাকা , মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

​আন্দোলনে গুলিবিদ্ধ কিশোর আরাফাতের মৃত্যু

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৩-১২-২০২৪ ০১:২২:৪১ অপরাহ্ন
আপডেট সময় : ২৩-১২-২০২৪ ০১:২২:৪১ অপরাহ্ন
​আন্দোলনে গুলিবিদ্ধ কিশোর আরাফাতের মৃত্যু আরাফাত হুসাইন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর উত্তরায় গুলিবিদ্ধ আরাফাত হুসাইন (১১) নামে আরও এক কিশোরের মৃত্যু হয়েছে। 

রোববার (২২ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তার মৃত্যু হয়। 

আন্দোলনে আহতদের চিকিৎসায় গঠিত টিমের সদস্য ডা. হুমায়ুন কবির হিমু বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ে গত ৫ আগস্ট পুলিশের গুলিতে আহত হয় আরাফাত। পরদিন তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরের পাঁজরে গুলি লাগে। এতে তার ফুসফুস, মেরুদণ্ড ক্ষতিগ্রস্ত হয়। আরাফাতকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল।

আরাফাতের বাড়ি ঢাকার আজমপুরের পাকুরিয়া এলাকায়। উত্তরা জামিয়া রওজাতুল উলুম মাদ্রাসার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ছিল সে।

সোমবার (২৩ ডিসেম্বর) বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেল সম্পাদক (দপ্তর সেল) জাহিদ আহসান বিষয়টি নিশ্চিত করে শোকবার্তা দিয়েছেন।

জুলাই অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল এ পর্যন্ত ৮৫৮ জনের খসড়া তালিকা প্রকাশ করেছে। আরাফাত হুসাইনের মৃত্যুর পর তা বেড়ে দাঁড়াল ৮৫৯ জনে। অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের প্রতিবেদন অনুযায়ী আহতের সংখ্যা ১১ হাজার ৫৫১ জন।
 
বাংলা স্কুপ/ ডেস্ক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ