সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর ও স্ত্রী-মেয়ের নামে মামলা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৩-১২-২০২৪ ০১:১৫:০০ অপরাহ্ন
আপডেট সময় :
২৩-১২-২০২৪ ০১:১৫:০০ অপরাহ্ন
ফাইল ফটো
বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরী (এস কে সুর চৌধুরী), তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী ও মেয়ে নন্দিতা সুর চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২৩ ডিসেম্বর) দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানান।
তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী জমা না দেওয়ার অভিযোগে রোববার (২২ ডিসেম্বর) মামলাটি করা হয়।
দুদকের জনসংযোগ কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, দুর্নীতির অভিযোগের তদন্ত শেষে প্রতিবেদনের ভিত্তিতে দুদক মামলা করার সিদ্ধান্ত নেয়। ওই তিন জন দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ (২০০৪ সনের ৫ নং আইন) এর ২৬(১) ধারা মোতাবেক নির্ধারিত সময়সীমার মধ্যে দুদকে সম্পদের বিবরণী দাখিল করতে ব্যর্থ হন।
উল্লেখিত ধারার বিধান মোতাবেক ওই ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বাংলা স্কুপ/ প্রতিবেদক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স