পোশাক শিল্পে ষড়যন্ত্র করে কেউ টিকতে পারবে না: খসরু
আপলোড সময় :
১৪-০৯-২০২৪ ০৮:৩৫:১১ অপরাহ্ন
আপডেট সময় :
১৪-০৯-২০২৪ ০৮:৩৫:১১ অপরাহ্ন
সংবাদচিত্র : সংগৃহীত
বাংলা স্কুপ, ১৪ সেপ্টেম্বর ২০২৪:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের পোশাক শিল্পের বিরুদ্ধে আগেও দেশি-বিদেশি ষড়যন্ত্র হয়েছে। কিন্তু কেউ টিকতে পারেনি। আগামীতেও পারবে না।
তিনি বলেন, পোশাক শিল্পের স্বার্থে দল-মত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে। এজন্য বিএনপির সর্বস্তরের নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে গার্মেন্টস মালিকরা দেখা করতে গেলে তিনি এসব কথা বলেন।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, পোশাক খাত নারীর কর্মসংস্থান এবং ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এছাড়া দেশের অর্থনীতির ভিত ও মজবুত রেখেছে। তাই পোশাক খাতের দিকে সবাইকে সুনজর দিতে হবে।
এসময় বিজিএমইএ নেতারা পোশাক খাতের চলমান পরিস্থিতি তুলে ধরেন বিএনপির এই নেতার কাছে। জবাবে আমির খসরু বলেন, পোশাক শিল্পের অগ্রযাত্রার বিরুদ্ধে কেউ দাঁড়ালে বাংলাদেশের মানুষ মেনে নেবে না।
ডেস্ক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স