টাকার জন্য বাবাকে খুন
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
২২-১২-২০২৪ ০৭:২১:৫৯ অপরাহ্ন
আপডেট সময় :
২২-১২-২০২৪ ০৭:২১:৫৯ অপরাহ্ন
সংবাদচিত্র : সংগৃহীত
মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে বাবা শফিকুল ইসলাম (৪৫) নিহত হয়েছেন। রোববার (২২ ডিসেম্বর) নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের নোয়াগাঁও ইউনিয়নের লাধুরচর এলাকার গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাদকের টাকার জন্য বাবার সাথে কথা কাটাকাটির একপর্যায়ে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায় ছেলে রিফাত (১৮) । পরে এলাকাবাসী এসে রিফাতের বাবা শফিকুলকে আহত অবস্থায় দেখতে পান।
নিহতের ভাতিজা ইয়ামিন সুজন জানান, চাচাতো ভাই রিফাত মাদকাসক্ত ছিল। প্রায় সময়ই মাদক কেনার টাকার জন্য বাড়িতে চিৎকার করতো। আজ দুপুরে ঝগড়ার একপর্যায়ে ছুরি দিয়ে পেটে আঘাত করলে কাকা ঘটনাস্থলেই মারা যান।
সোনারগাঁ থানার ওসি (তদন্ত) রাশেদুল হাসান খাঁন জানান, ছেলের হাতে বাবার খুনের বিষয়টা জেনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। লাশ উদ্ধার করে ময়না তদন্তে জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হবে। এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাংলা স্কুপ/ ডেস্ক/এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স