অতিরিক্ত যাত্রীর চাপে ফেরি ডুবে ৩৮ জনের মৃত্যু
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
২২-১২-২০২৪ ০৭:২০:৩৩ অপরাহ্ন
আপডেট সময় :
২২-১২-২০২৪ ০৭:২০:৩৩ অপরাহ্ন
সংবাদচিত্র : সংগৃহীত
ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর একটি নদীতে বড়দিন উপলক্ষে ভ্রমণকারী যাত্রীবাহী ফেরি ডুবে অন্তত ৩৮ জন নিহত ও শতাধিক নিখোঁজ রয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (২০ ডিসেম্বর) গভীর রাতে বুসিরা নদীতে ফেরিটি ডুবে যাওয়ার পর এখন পর্যন্ত ২০ জনকে উদ্ধার করা হয়েছে। খবর আল জাজিরা।
দুর্ঘটনাস্থলের তীরবর্তী শহর ইনজেন্দের মেয়র জোসেফ জোসেফ কাঙ্গোলিঙ্গোলি জানান, ফেরিটি অন্য জাহাজের একটি বহরের অংশ হিসেবে যাত্রা করছিল এবং যাত্রীরা মূলত ব্যবসায়ী ছিলেন।
এনডোলো কাদ্দি নামে ইনজেন্দের এক বাসিন্দার বরাতে সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, ফেরিটি ৪০০ জনেরও বেশি যাত্রী বহন করেছিল। এটি বোয়েন্ড শহরে যাওয়ার পথে ইনজেন্ডে এবং লুলো নামে দুটি বন্দরে নোঙর করেছিল। তাই ধারণা করা হচ্ছে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। এ ঘটনায় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এখনো কিছু জানায়নি।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির কর্তৃপক্ষ প্রায়ই নৌকাগুলোকে অতিরিক্ত বোঝাই করা নিয়ে সতর্ক করে এবং নদীতে সুরক্ষা ব্যবস্থা লঙ্ঘনকারীদের শাস্তি দেয়। তবে প্রত্যন্ত অঞ্চলে গণপরিবহন চালানোর সামর্থ্য নেই অনেকের, তাই ঝুঁকি নিয়ে নৌপথে চলাচল করে।
বাংলা স্কুপ/ ডেস্ক/এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স