গাজীপুরে কারখানায় আগুন, একজন নিহতের খবর
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২২-১২-২০২৪ ০৫:৪২:৪৬ অপরাহ্ন
আপডেট সময় :
২২-১২-২০২৪ ০৮:৩৪:৩৪ অপরাহ্ন
সংবাদচিত্র : সংগৃহীত
গাজীপুরের শ্রীপুর পৌরসভার ভাংগাটি (মোল্লাপাড়া) এলাকায় মেঘনা গ্রুপের এম অ্যান্ড ইউ ট্রিমস (বোতাম) কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় জানা যায়নি।
রোববার (২২ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে ওই কারখানায় আগুন লাগে। খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের দুটি, রাজেন্দ্রপুরের দুটি ও গাজীপুরের ভোগড়া ফায়ার সার্ভিসের তিনটিসহ মোট সাত ইউনিট ঘটনাস্থলে যায়।
কারখানা সূত্রে জানা গেছে, এম অ্যান্ড ইউ ট্রিমস কারখানায় বোতাম উৎপাদন হয়। দুপুরের দিকে হঠাৎ কারখানা থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। আগুনে কারখানার দক্ষিণ পাশের বসতবাড়িতে ছড়িয়ে পড়লে স্থানীয়রাও ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। সেখান থেকে কেমিক্যালের ড্রাম বের করার সময় দুটি ফেটে যায়।
কেমিক্যাল থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে বলে জানান গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আল মামুন।
শ্রীপুরের মাওনা ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মাহমুদুল হাসান জানান, কারখানায় পানির ব্যবস্থা না থাকায় ফায়ার সার্ভিস কর্মীদের আশপাশের বাসা বাড়ি থেকে পানি সরবরাহ করে আগুন নেভানোর কাজ করতে হচ্ছে।
বাংলা স্কুপ/ প্রতিনিধি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স