কলাপাড়ায় বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২২-১২-২০২৪ ০৩:২৩:৪৫ অপরাহ্ন
আপডেট সময় :
২২-১২-২০২৪ ০৩:২৩:৪৫ অপরাহ্ন
সংবাদচিত্র : সংগৃহীত
পটুয়াখালীর কলাপাড়ায় চার ফুট দৈর্ঘ্যের একটি বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার করেছেন অ্যানিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা।
রোববার (২২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের মজিদপুর গ্রামের কৃষক আবু মুসার বাড়ি থেকে জালে পেঁচানো অবস্থায় সাপটি উদ্ধার করা হয়।
অ্যানিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা জানান, কালোর মধ্যে হলুদ ডোরাকাটা একটি শঙ্খিনী সাপ কৃষকের জালে আটকা পড়ার খবরে আমাদের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে সাপটি উদ্ধার করে।
অ্যানিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্য মাহমুদ হাসান বলেন, ‘‘শঙ্খিনী সাপের বৈজ্ঞানিক নাম ব্যাঙ্গারাস ফ্যাসিয়াটাস। সাপটি জালে পেঁচানোর কারণে কিছুটা অসুস্থ হয়ে পড়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে সাপটি বনে অবমুক্ত করা হয়।’’
বাংলা স্কুপ/ প্রতিনিধি/ এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স