ঢাকা , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

​অবশেষে দুদকের জালে প্রকৌশলী বেলায়েত

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২২-১২-২০২৪ ০৩:২১:০৬ অপরাহ্ন
আপডেট সময় : ২২-১২-২০২৪ ০৩:২১:০৬ অপরাহ্ন
​অবশেষে দুদকের জালে প্রকৌশলী বেলায়েত
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) লিমিটেডের সাবেক প্রধান প্রকৌশলী মো. বেলায়েত হোসেন ও তাঁর পরিবারের দুর্নীতি তদন্তে অবশেষে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে। 

দুদকের চিঠি থেকে জানা যায়, ডিপিডিসির সাবেক প্রধান প্রকৌশলী মো. বেলায়েত হোসেন ও তাঁর স্ত্রী শামসুন নাহারের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠায় সেই অভিযোগের বিষয়ে যাচাইপূর্বক অনুসন্ধান প্রতিবেদন দাখিলের জন্য তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।

অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতায় কোন প্লট, ফ্ল্যাট, স্টল, বাণিজ্যিক স্পেস, বাড়ি আছে কিনা- এ বিষয়ে তথ্য সংগ্রহ করা একান্ত প্রয়োজন বলেও জানানো হয় চিঠিতে। প্রকৌশলী বেলায়েত হোসেনের নামে রাজউকের আওতায় কোন প্লট, ফ্ল্যাট, স্টল, বাণিজ্যিক স্পেস, বাড়ি থাকলে তার রেকর্ডপত্র দুদকে সরবরাহের প্রয়োজনীয় ব্যবস্থ্য গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। 

উল্লেখ্য, ডিপিডিসিতে কর্মরত থাকা অবস্থায় তাঁর বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছিলো। সেই সাথে গ্রাহক হয়রানি ও স্বেচ্ছাচারিতা এবং অধিনস্তদের সঙ্গে দুর্ব্যবহার ছিলো তাঁর নিত্যদিনের ঘটনা। এ নিয়ে গণম্যাধ্যমে লেখালেখির পর অবশেষে দুদক এমন সিদ্ধান্ত নিয়েছে। 

বাংলা স্কুপ/ প্রতিবেদক/ এনআইএন/এসকে 
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ