ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কর্মকর্তা নিয়োগ দিয়েছে বিদ্যুৎ বিভাগ।
গত ৪ ডিসেম্বর বিদ্যুৎ বিভাগের কোম্পানি অ্যাফেয়ার্স-১ অধিশাখার উপসচিব মাসুদা খাতুন স্বাক্ষরিত অফিস আদেশ (স্মারক নং-২৭.০০.০০০০.০৮৮.২৭.০০২.২২.৭৭৯ ) থেকে এ তথ্য জানা গেছে।
আদেশে বলা হয়, প্রকাশিত সংবাদের বিষয়ে সুষ্ঠু তদন্তের লক্ষ্যে বিদ্যুৎ বিভাগের ১৮ নভেম্বর ৭৩৯ নং স্মারকে বিদ্যুৎ বিভাগের সাবেক যুগ্মসচিব মোহাম্মদ মোজাম্মেল হককে দায়িত্ব প্রদান করা হয়। কিন্তু তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে বদলি হওয়ায় তাঁর পরিবর্তে তদন্ত কর্মকর্তা হিসেবে বিদ্যুৎ বিভাগের যুগ্মসচিব মো. শরীফুল ইসলামকে দায়িত্ব প্রদান করা হয়।
তদন্তকারী কর্মকর্তাকে আগামী ০১ (এক) মাসের মধ্যে অভিযোগের সত্যতা যাচাই, মতামত ও সুপারিশসহ তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেওয়া হয়ে বলে আদেশে জানানো হয়।
গত ২৭ সেপ্টেম্বর বাংলা স্কুপে
অনিয়ম-দুর্নীতিতে অপ্রতিরোধ্য দুই প্রকৌশলী শীর্ষক সংবাদ প্রকাশিত হয়।
বাংলা স্কুপ/ প্রতিবেদক/এসকে