বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করলো নির্বাচন কমিশন
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
২২-১২-২০২৪ ০১:৫৮:৫৫ অপরাহ্ন
আপডেট সময় :
২২-১২-২০২৪ ০১:৫৯:১৮ অপরাহ্ন
শর্ত লঙ্ঘন করায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) সঙ্গে তথ্য-উপাত্ত যাচাই চুক্তি বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। বিসিসিকে দেওয়া এপিআই সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি আগামী ১৫ দিনের মধ্যে বিসিসির সব বাকি পরিশোধ করতে বলা হয়েছে।
রোববার (২২ ডিসেম্বর) নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচন কমিশন থেকে এনআইডির তথ্য-উপাত্ত যাচাই সেবা গ্রহণকারী সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সংখ্যা ১৮৩টি। এর মধ্যে বাংলাদেশ কম্পিটার কাউন্সিল অন্যতম। ২০২২ সালের ৪ অক্টোবর নিবন্ধনের মাধ্যমে তথ্য-উপাত্ত যাচাই বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি হয়। ওই চুক্তিপত্রের শর্তানুযায়ী বিসিসি কমিশনের তথ্য-উপাত্ত কোনও অবস্থাতেই অন্য কোনও ব্যক্তি, পক্ষ বা প্রতিষ্ঠানকে হস্তান্তর, বিনিময়, বিক্রি কিংবা অন্য কোনও উপায়ে দিতে পারবে না। তবে বিসিসি সেই শর্ত লঙ্ঘন করেছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ বিষয়ে গত ৩ সেপ্টেম্বর বিসিসির কাছে ব্যাখ্যা চাওয়া হলেও জবাব দানে বিরত থাকে। ৬ অক্টোবর তিন কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হলে বিসিসি যে জবাব দেয়, তা নির্বাচন কমিশনের কাছে সন্তোষজনক মনে হয়নি। অন্যদিকে চুক্তি অনুযায়ী প্রযোজ্য ফি নির্ধারিত সময়ের মধ্যে বিসিসি থেকে পরিশোধ না করায় নির্বাচন কমিশনের কাছে চুক্তিটি বাতিলযোগ্য বলে বিবেচিত হয়েছে। এ পরিপ্রেক্ষিতে তথ্য-উপাত্ত যাচাই বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বিসিসির চুক্তিটি ২০ ডিসেম্বর বাতিল করা হয় এবং বিসিসিকে প্রদত্ত এপিআই সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
এছাড়া পত্র পাঠানোর ১৫ দিনের মধ্যে সব বকেয়া ফি পরিশোধ করে চালানের কপি দাখিল করার জন্য বিসিসিকে অনুরোধ করা হয়েছে।
বাংলা স্কুপ/ ডেস্ক/ এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স