ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

শিশুদের নিরাপত্তায় ইউটিউবে নতুন সুবিধা

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২২-১২-২০২৪ ০১:০৭:৩৪ অপরাহ্ন
আপডেট সময় : ২২-১২-২০২৪ ০১:০৭:৩৪ অপরাহ্ন
শিশুদের নিরাপত্তায় ইউটিউবে নতুন সুবিধা
শিশুদের জন্য মজার মজার সব কনটেন্ট রয়েছে ইউটিউবে। স্মার্টফোনের পাশাপাশি টেলিভিশনেও নিয়মিত ইউটিউব ভিডিও দেখে থাকে শিশুরা। তবে শিশুদের জন্য উপযোগী নয় এমন কনটেন্ট ইউটিউব ফিডে চলে আসলেই দেখা দেয় বিপত্তি। অনেক অভিভাবকই ইউটিউবের টিভি অ্যাপে প্যারেন্টাল কন্ট্রোল সুবিধা ব্যবহার করেন এই বিড়ম্বনা থেকে মুক্তি পেতে। এবার নিজেদের টিভি অ্যাপের প্যারেন্টাল কন্ট্রোল সুবিধা আরও শক্তিশালী করতে ‘প্যারেন্ট কোড’ সুবিধা চালু করেছে ইউটিউব

এতে কোনও কারণে টেলিভিশনে চালু থাকা প্যারেন্টাল কন্ট্রোলযুক্ত ইউটিউব অ্যাকাউন্ট সাইন আউট হয়ে গেলেও শিশুদের অনুপযোগী বা নির্দিষ্ট বয়সসীমার বেশি ভিডিও দেখা যাবে না। এছাড়া ইউটিউব টিভি অ্যাপের অ্যাকাউন্টে প্রবেশ বা টেলিভিশন থেকে অ্যাকাউন্ট মুছে ফেলার জন্য প্যারেন্ট কোডটি ব্যবহার করতে হবে। এমনকি টেলিভিশনে ইউটিউবের অন্য অ্যাকাউন্ট ব্যবহার করতে চাইলেও কোডটি দিতে হবে। এর ফলে নিয়ন্ত্রণ বাড়বে অভিভাবকদের।

বাংলা স্কুপ/ ডেস্ক/ এনআইএন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ