ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২২-১২-২০২৪ ০১:০২:৫৯ অপরাহ্ন
আপডেট সময় : ২২-১২-২০২৪ ০১:০২:৫৯ অপরাহ্ন
খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু সংবাদচিত্র: সংগৃহীত
নাটোরে বিদ্যুৎস্পৃষ্টে জিহাদ (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ১১টার দিকে লালপুর উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের নাগশোষা গ্রামে এ ঘটনা ঘটে। জিহাদ স্থানীয় বিলমাড়ীয়া হাফেজিয়া মাদ্রাসার ছাত্র ছিল। সে লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবং নাগশোষা গ্রামের বাসিন্দা সালাহ উদ্দিনের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে সমবয়সীদের সঙ্গে ব্যাডমিন্টন খেলা শেষে রাত ১১টার দিকে বিদ্যুৎলাইনের সংযোগ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় জিহাদ। স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। রাত পৌনে ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লালপুর প্রেসক্লাবের সদস্য শিমুল জানান, জিহাদের মৃত্যুতে মুষড়ে পড়েছেন নিহতের বাবাসহ স্বজনরা।

বাংলা স্কুপ/ ডেস্ক/ এনআইএন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ