ঢাকা , রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ , ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সাত যানবাহনের সংঘর্ষে আহত ১০

এক্সপ্রেসওয়ে যেন মরণ ফাঁদ

আপলোড সময় : ২২-১২-২০২৪ ১২:৪৩:২৭ অপরাহ্ন
আপডেট সময় : ২২-১২-২০২৪ ০২:২৭:৫৯ অপরাহ্ন
এক্সপ্রেসওয়ে যেন মরণ ফাঁদ সংবাদচিত্র: সংগৃহীত
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার শিংপাড়া এলাকায় ঘন কুয়াশায় ৭ যানবাহনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

রোববার (২২ ডিসেম্বর) ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মহাসড়কে যান চলাচল প্রায় দুই ঘণ্টা বিঘ্ন ঘটে। পরে পুলিশ ক্ষতিগ্রস্ত ৪টি যানবাহনকে সড়ক থেকে সরিয়ে নিলে এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে। একজনকে গুরুতর আহত অবস্থায় শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, প্রায় ৭টি বাস, ট্রাক ও প্রাইভেটকারের মধ্যে সংঘর্ষ রয়েছে। সংঘর্ষের পরে ৩টি পরিবহন পালিয়ে গেছে। আমরা মহাসড়ক থেকে ৪টি ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নেওয়া হয়েছে।

হাসাড়া হাইওয়ে পুলিশের ইনচার্জ আ. কাদের জ্বিলানী বলেন, ভোর ৬টার দিকে মহাসড়কে একাধিক গাড়ির সংঘর্ষ ঘটলে আমরা ৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করি। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর ছিল। তাকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সড়ক থেকে ক্ষতিগ্রস্ত যানবাহনগুলো সরিয়ে নেওয়া হয়েছে। এখন মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

বাংলা স্কুপ/ডেস্ক/ এনআইএন 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ