ঢাকা , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

​অহনা যখন যৌনকর্মী!

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২১-১২-২০২৪ ০৮:৫৭:৫৪ অপরাহ্ন
আপডেট সময় : ২১-১২-২০২৪ ০৮:৫৭:৫৪ অপরাহ্ন
​অহনা যখন যৌনকর্মী!
কিছুদিন আগেই অভিনয় থেকে বিরতি নেওয়ার কথা জানিয়েছিলেন অহনা রহমান। তবে কবে নাগাদ অভিনয় ছাড়বেন কিংবা কেন, সেসব নিয়ে কিছু বললেন নি তিনি। এরমধ্যে নতুন একটি নাটকের শুটিং শেষ করেছেন অহনা। ‘বন্দি’ শিরোনামের এ নাটকে যৌনকর্মীর ভূমিকায় দেখা যাবে তাকে।

অহনা রহমান বলেন, ‘গল্পটি একদমই ভিন্ন ঘরানার। এটাকে লাভ স্টোরি, সেড স্টোরি, একই সঙ্গে অতিরিক্ত সন্দেহ একজন মানুষের জীবনে কতটা কাল নেমে আসতে পারে তুলে ধরা হয়েছে। একজন মানুষ যখন কারও কাছে আশ্রয়ের জন্য যায়। আর সেই আশ্রয়ের জায়গাটা দুর্বল হয়ে পড়ে। সেই মেয়েটির কতটা খারাপ লাগে। পরিণতিতে একজন মানুষের জীবন কোথায় গিয়ে দাঁড়ায়। সেটি দর্শকরা দেখতে পারেন। একটি সামাজিক বার্তা পাবেন সবাই।’

তিনি আরও বলেন, ‘আমি এমন কিছু নাটকে কাজ করতে চাই। যেন কিছু মানুষ হলেও যুক্ত থাকতে পারে। মানুষের হৃদয় ছুঁয়ে যায়। ঠিক তেমনি একটি গল্প বন্দি।’

নাটকটিতে অহনার সঙ্গে অভিনয় করছেন আবু হুয়ায়রা তানভীর। জিয়া উদ্দিনের নির্মাণে নাটকটিতে আরও অভিনয় করেছেন বাসার বাপ্পী, সাবিনা রনি, মেঘদূত বিপ্লব, রিয়াদ তালুকদারসহ অনেকে। আসছে ভালোবাসা দিবসে নাটকটি মুক্তি পাবে।

বাংলা স্কুপ/ডেস্ক/ এনআইএন/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ