সড়কে বেড়েছে মৃত্যু
শনিবার ৬ জেলায় ঝরলো ১০ প্রাণ
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
২১-১২-২০২৪ ০৮:০২:০৯ অপরাহ্ন
আপডেট সময় :
২১-১২-২০২৪ ০৮:০২:০৯ অপরাহ্ন
সংবাদচিত্র : সংগৃহীত
সারাদেশে সড়ক দুর্ঘটনায় ১০জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এর মধ্যে মাহফিল শেষে ফেরার পথে একটি বাস উল্টে খাদে পড়ে ২৫জনের মত আহত হয়েছে। এদিকে রাজশাহীতে বাসচাপায় এক পরিবারের ৩ জন নিহত হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) বাংলাস্কুপের প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-
রাজশাহী ব্যুরো জানায়- রাজশাহীর পুঠিয়া উপজেলায় বাসচাপায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। তাঁরা মোটরসাইকেলের আরোহী ছিলেন। গতকাল দুপুরে রাজশাহী-নাটোর মহাসড়কে পুঠিয়ার শিবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- পুঠিয়া উপজেলার কান্দ্রা গ্রামের আবুল হোসেনের ছেলে আবু হানিফ (২৫), তাঁর স্ত্রী ফাতেমা খাতুন (২২) ও শ্যালিকা যুথি খাতুন (১৪)। পুঠিয়ার শিবপুরে অবস্থিত পবা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ হোসাইন এ তথ্য জানান।
যশোর প্রতিনিধি জানান- যশোরের ঝিকরগাছায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বুলু মিয়া (৫০) নামের এক পথচারী নিহত হয়েছেন। শনিবার দুপুর ১২টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের গাজীর দরগাহ তেল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত বুলু মিয়া গাজির দরগাহ এলাকার হাফিজুর রহমানের ছেলে। ঝিকরগাছা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ নয়ন বাবু এ কথা জানান।
টাঙ্গাইল প্রতিনিধি জানান- টাঙ্গাইলের আশেকপুর বাইপাস এলাকায় বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে সিএনজি চালকসহ দুজন নিহত হয়েছেন। শনিবার সকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, জেলার কালিহাতী উপজেলা পাথালিয়া এলাকার সোহরাব হোসেন (৫৫) ও সদর উপজেলার করটিয়া এলাকার সুনিল পালের ছেলে প্রদীপ পাল (৪০)। নিহত সোহরাব সিএনজি চালক ছিলেন। মহাসড়কের এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট সৈকত হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সিএনজিটি উদ্ধার করা হয়। নিহত দুজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
চট্টগ্রাম ব্যুরো জানায়- চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন আরোহী। শনিবার সকাল সাতটার দিকে মহাসড়কের লোহাগাড়ার জাঙ্গালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দোহাজারি হাইওয়ে থানার উপ-পরিদর্শক রাকিব বিন ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ফেনী প্রতিনিধি জানান- ঢাকায় সুন্নি জামায়াতের মাহফিল শেষে ফেরার পথে ফেনীর ফুলগাজীতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একটি বাস। এ সময় কমপক্ষে ২১ জন মুসল্লি আহত হয়েছেন। শনিবার সকালে ফেনী-পরশুরাম সড়কের ফুলগাজী উপজেলার বন্দুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা সবাই পরশুরাম উপজেলার বাসিন্দা। তাদের মধ্যে ছয় জনের অবস্থা আশঙ্কাজনক। ফেনী সদর হাসপাতালের চিকিৎসক আসিফ ইকবাল এ তথ্য জানান।
চাঁদপুর প্রতিনিধি জানান- চাঁদপুরের ফরিদগঞ্জে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। শনিবার উপজেলার পশ্চিম সুবিদপুর ইউনিয়নের ওয়াপদা রাস্তার ওপর এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার মুলপাড়া হাজী বাড়ির খাজা আহমদ খানের ছেলে ইকবাল খান এবং একই গ্রামের মজুমদার বাড়ির ওবায়দুল হক মজুমদারের ছেলে শাহাদাত হোসেন। ফরিদগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. শাহ্ আলম জানান, নিহত ইকবাল খানের মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। শাহাদাতের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলা স্কুপ/ ডেস্ক/ এনআইএস/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স