ঢাকা , রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ , ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বনানীর বস্তির আগুন নিয়ন্ত্রণে

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২১-১২-২০২৪ ১২:২৭:৫৫ অপরাহ্ন
আপডেট সময় : ২১-১২-২০২৪ ১২:২৭:৫৫ অপরাহ্ন
বনানীর বস্তির আগুন নিয়ন্ত্রণে সংবাদচিত্র: সংগৃহীত
রাজধানীর বনানীর ২২ নম্বর বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (২১ ডিসেম্বর) ভোরে বনানীর ২২ নম্বর সড়কের কে ব্লকে এ আগুন লাগে। ভোর সাড়ে ৫টা দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পান। ভোর ৫টা ৪১ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

এরপর বারিধারা,  তেজগাঁও ও কুর্মিটোলা ফায়ার স্টেশনের ৭টি ইউনিট আগুন নেভানোর কাজে যুক্ত হয়। তাদের প্রচেষ্টায় সকাল ৬টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সাড়ে ৮টার দিকে পুরোপুরি নিভিয়ে ফেলা হয়।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনারুল ইসলাম দোলন বলেন, ফায়ার স্টেশনের মোট সাতটি ইউনিটের  চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ হতাহত হওয়ার খবরও পাওয়া যায়নি।

বাংলাস্কুপ/ প্রতিবেদক/এনআইএন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ