পাহাড়ধসে মাটিচাপা পড়ে রোহিঙ্গা শিশুর মৃত্যু
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২০-১২-২০২৪ ০৫:৪৭:৫২ অপরাহ্ন
আপডেট সময় :
২০-১২-২০২৪ ০৫:৪৭:৫২ অপরাহ্ন
সংবাদচিত্র : সংগৃহীত
কক্সবাজারের উখিয়ায় পাহাড়ধসে সৈয়দ উল্লাহ (১০) নামে এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উখিয়ার ১৫ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’নিহত শিশু উখিয়ার শাবুল্লাহ কাটা রোহিঙ্গা ক্যাম্পের ইমাম হোসেনের ছেলে। আহতরা হলো– সৈয়দ নুর (১৫) ও এনায়েত রহমান (১০)। তারাও একই ক্যাম্পের বাসিন্দা।
স্থানীয় রোহিঙ্গারা জানান, শুক্রবার বেলা ১২টার দিকে উখিয়ার শাবুল্লাহ কাটা রোহিঙ্গা ক্যাম্প-১৫-তে পাহাড়ে খেলতে গিয়ে মাটিচাপা পড়ে তিন শিশু। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে তাদের উদ্ধার করেন। এ ঘটনায় এক শিশু মারা গেছে।
বাংলা স্কুপ/ প্রতিনিধি/ এনআইএন/ এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স