নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
২০-১২-২০২৪ ০৫:৪০:০১ অপরাহ্ন
আপডেট সময় :
২০-১২-২০২৪ ০৬:৫৫:১৮ অপরাহ্ন
সংবাদচিত্র : সংগৃহীত
কদিন আগেই বয়সভিত্তিক অনূর্ধ্ব-১৯ পুরুষ এশিয়া কাপের টানা দ্বিতীয় শিরোপা ঘরে এনেছে বাংলার যুবারা। শুক্রবার (২০ডিসেম্বর) এশিয়া কাপের আরও একটি ফাইনালে ওঠা নিশ্চিত হয়েছে বাংলাদেশের। মালয়েশিয়ায় চলমান অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপে সুপার ফোর পর্বে নিজেদের শেষ ম্যাচে নেপালকে ৯ উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে বাংলাদেশ।
গ্রুপপর্বে পাকিস্তানকে হারিয়ে সুপার ফোরে উঠেছিল নেপাল। প্রতিকূল আবহাওয়ায় এদিন ম্যাচের দৈর্ঘ্য কমে আসে ১১ ওভারে। আগে ব্যাটিং করে ৮ উইকেটে ৫৪ রান তোলে হিমালয় কন্যারা। জবাবে ১ উইকেট হারিয়ে ৭ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। আগামী রবিবার ভারতের বিপক্ষে আসরের ফাইনাল ম্যাচে শিরোপা লড়াইয়ে নামবে বাংলার তরুণীরা।
বাংলা স্কুপ/ ডেস্ক/ এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স