ঢাকা , মঙ্গলবার, ২৭ মে ২০২৫ , ১৩ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

​পি কে হালদারের জামিন

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২০-১২-২০২৪ ০৩:০০:২৯ অপরাহ্ন
আপডেট সময় : ২০-১২-২০২৪ ০৫:১৬:৪৪ অপরাহ্ন
​পি কে হালদারের জামিন ​সংবাদচিত্র : সংগৃহীত
বাংলাদেশ থেকে বিপুল অর্থ পাচারে অভিযুক্ত প্রশান্ত কুমার হালদার (পি কে হালদার)-সহ তিনজনকে জামিন দিয়েছেন কলকাতার ব্যাঙ্কশাল আদালত। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ১০ লাখ রুপি বন্ডের বিনিময়ে তারা জামিন পান।
এছাড়াও জামিন পেয়েছেন স্বপন মিস্ত্রি এবং উত্তম মিস্ত্রি। তবে শর্ত দেওয়া হয়েছে, মামলা চলাকালীন তাদের আদালতে হাজিরা দিতে হবে। আগামী ৯ জানুয়ারি আদালতে তাদের হাজির হওয়ার কথা রয়েছে।
ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর আইনজীবী অরিজিৎ চক্রবর্তী গণমাধ্যমে জানিয়েছেন, বাংলাদেশে পি কে হালদারের যে দণ্ডাদেশ, তার কোনো নথি যেহেতু জমা দেওয়া যায়নি, তার ভিত্তিতেই পি কে হালদারকে জামিন দিয়েছেন বিচারক। 
এর আগে গত ২৭ নভেম্বর জামিন পেয়েছিলেন পি কে হালদারের ভাই প্রানেশ হালাদার এবং আমিনা সুলতানা ওরফে শর্মি হালদার ও ইমন হোসেন। উল্লেখ্য, ২০২২ সালের ১৪ মে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা পি কে হালদারদের গ্রেপ্তার করে ইডি। এরপর থেকে দেশটিতেই বন্দি তিনি। অবৈধভাবে অর্থপাচার এবং দুর্নীতি প্রতিরোধ আইনে ছয়জনকে গ্রেপ্তার করেছিল ইডি।

বাংলাস্কুপ/ডেস্ক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ