ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

নাইজেরিয়ায় পদদলিত হয়ে ৩৫ শিশুর মৃত্যু

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২০-১২-২০২৪ ০১:৩০:০৬ অপরাহ্ন
আপডেট সময় : ২০-১২-২০২৪ ০১:৩০:০৬ অপরাহ্ন
নাইজেরিয়ায় পদদলিত হয়ে ৩৫ শিশুর মৃত্যু
নাইজেরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর ইবাদানে ক্রিসমাস ফানফেয়ারে পদদলিত হয়ে ৩৫ শিশুর প্রাণ গেছে। এতে গুরুতর আহত হয়েছেন আরো অন্তত আরো ৬ জন। শুক্রবার (২০ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

এতে বলা হয়েছে, আয়োজকরা নগদ অর্থ বিতরণ ও খাবার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু এত বিপুল সংখ্যক মানুষ উপস্থিত হয়েছিল যে ভেতরে ঢোকার মরিয়া চেষ্টায় এই পদদলনের ঘটনা ঘটে।  স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পাঁচ হাজারেরও বেশি শিশু অনুষ্ঠানস্থলে জড়ো হয়েছিল এবং আয়োজকরা অনুষ্ঠান শুরু করতে এলে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

ওয়ো রাজ্য পুলিশের মুখপাত্র বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছেন, ইবাদান শহরের ইসলামিক স্কুলে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।  পুলিশ জানিয়েছে, আটককৃতদের মধ্যে অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক রয়েছে। এ ঘটনায় সন্তান হারানো মা-বাবাদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে প্রেসিডেন্ট বোলা টিনুবু ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন। ওয়ো রাজ্যের গভর্নর সেয়ি মাকিন্দে মর্মান্তিক মৃত্যুর ঘটনাকে খুবই দুঃখজনক দিন বলে অভিহিত করেছেন।

মাকিন্দে ফেসবুকে পোস্ট বলেছেন, আমরা সেই বাবা-মায়ের প্রতি সহানুভূতি জানাই যাদের এই মৃত্যুর কারণে হঠাৎ করে আনন্দ শোকে পরিণত হয়েছে।" আমি আমাদের জনগণকে আশ্বস্ত করতে চাই যে এই বিপর্যয়ের সাথে সরাসরি বা দূর থেকে যে কেউ জড়িত তাদের জবাবদিহি করা হবে। নিরাপত্তা সংস্থাগুলো এই দুর্ভাগ্যজনক ঘটনার তদন্ত করার কারণে দয়া করে শান্ত থাকুন।”

পুলিশ জানিয়েছে, মামলাটি রাজ্যের অপরাধ তদন্ত বিভাগের নরহত্যা বিভাগে স্থানান্তর করা হয়েছে। পুলিশ মুখপাত্র বলেছেন, ওয়ো রাজ্য পুলিশ কমান্ড ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্ত সমস্ত পরিবার এবং প্রিয়জনদের প্রতি সহানুভূতি প্রকাশ করছে।  তিনি ঘটনার ন্যায়বিচার নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছেন।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ