ঢাকা , রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫ , ২২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

রূপালী ব্যাংকে ঢুকে পড়া তিন ডাকাতের আত্মসমর্পণ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৯-১২-২০২৪ ০৫:৪১:৩৪ অপরাহ্ন
আপডেট সময় : ১৯-১২-২০২৪ ০৯:৫০:৪০ অপরাহ্ন
রূপালী ব্যাংকে ঢুকে পড়া তিন ডাকাতের আত্মসমর্পণ ​সংবাদচিত্র : সংগৃহীত
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া পাকাপোল এলাকায় রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় একদল ডাকাত হানা দেয়। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে ডাকাত দলের সদস্যরা গ্রাহকসহ ব্যাংক কর্মকর্তাদের জিম্মি করে মুক্তিপণ দাবি করে। 
খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যাংকটির আশপাশের এলাকা ঘিরে রাখেন।
পরে বিকেল সাড়ে পাঁচটার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে তিনজন ডাকাত আত্মসমর্পণ করে। 
র‍্যাব–১০ থেকে গণমাধ্যমে পাঠানো হোয়াটসঅ্যাপ বার্তায় জানানো হয়, চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংকে ঢুকে ১৫ লাখ টাকা দাবি করেন তিন ডাকাত। সেই তিনজন আগ্নেয়াস্ত্রসহ যৌথবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছেন।
এর আগে র‍্যাব-১০-এর সিও বলেন, দেশীয় অস্ত্র হাতে তিনজন ডাকাত ব্যাংকটিতে প্রবেশ করে। পরে তারা আলোচনার মাধ্যমে আত্মসমর্পণ করে। ডাকাতরা ব্যাংকের ভল্ট ভাঙ্গতে পারেনি। কোনও ক্ষয়ক্ষতির ঘটনা হয়নি।
ঘটনাস্থলে একজন র‍্যাব কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ভেতরে তিনজন ডাকাত ছিলেন। তাঁরা আত্মসমর্পণ করেছেন। তাদের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে। আলোচনার মাধ্যমে এই নাটকের অবসান ঘটেছে। তিনি বলেন, ভেতরে তিনজন (ডাকাত) ছিলেন। বাইরেও তাঁদের লোক ছিল। এই র‍্যাব কর্মকর্তা বলেন, তিনি যতদূর জানেন, এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
আইনশৃঙ্খলাবাহিনী জানায়, দুপুর ২টার দিকে ডাকাতরা ব্যাংকে ঢোকে। এ সময় পাশের মসজিদের মাইক থেকে ডাকাতির খবর জানানো হলে স্থানীয় কয়েকশ লোক ব্যাংকের ওই শাখা ঘিরে ফেলে ও বাইরে থেকে তালা ঝুলিয়ে দেন। এসময় ব্যাংকের কর্মকর্তা কর্মচারী ও গ্রাহকসহ অন্তত ১৫ জন জিম্মি ছিলেন।
এরপর পুলিশ, র‍্যাব  সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যাংকের ওই শাখাটিতে অভিযান পরিচালনা করেন। এই সময় ডাকাত দলের সদস্যদের সঙ্গে পুলিশ বার বার সমঝোতার চেষ্টা করেন কিন্তু কোনো ভাবেই রাজি হচ্ছিলো না ডাকাত দল। পরে আইন শৃঙ্খলাবাহিনীর সাড়ে তিন ঘন্টার অভিযানের পর ডাকাত দল আত্বসমর্পস করতে বাধ্য হয়। জিম্মিদের কেউ হতাহত হয়নি। 

বাংলা স্কুপ/ প্রতিবেদক/ এসকে 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ